নতুন দায়িত্ব নিয়ে ভরত অরুণ

নীল জাসির্র আত্মবিশ্বাসটা আরসিবিতে আনবে বিরাট

আইপিএল আটের জন্য রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে সই করলেন ভারতীয় বোলিং কোচ ভরত অরুণ। বিরাট কোহলির দলের সহকারী কোচ হলেন তিনি। ফ্র্যাঞ্চাইজির প্রধান কোচ সদ্য প্রাক্তন নিউজিল্যান্ড ক্রিকেটার ড্যানিয়েল ভেত্তোরি।

Advertisement

সংবাদ সংস্থা

বেঙ্গালুরু শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০১৫ ০৩:১৮
Share:

আইপিএল আটের জন্য রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে সই করলেন ভারতীয় বোলিং কোচ ভরত অরুণ। বিরাট কোহলির দলের সহকারী কোচ হলেন তিনি। ফ্র্যাঞ্চাইজির প্রধান কোচ সদ্য প্রাক্তন নিউজিল্যান্ড ক্রিকেটার ড্যানিয়েল ভেত্তোরি।

Advertisement

এই প্রথম কোনও আইপিএল দলের সঙ্গে যুক্ত হলেন অরুণ। গত বছর ভারতের ইংল্যান্ড সফরে তাঁকে জাতীয় বোলিং কোচ করা হয়েছিল। তার আগে তিনি বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির দায়িত্বে ছিলেন। বিশ্বকাপে খেলা অনূর্ধ্ব উনিশ টিমের দায়িত্বেও ছিলেন অরুণ। তিনি মনে করেন, জাতীয় দলে তাঁর অভিজ্ঞতা আরসিবিতেও তাঁকে সাহায্য করবে। ‘‘বিশ্বের সেরা প্লেয়ারদের সঙ্গে কাজ করলে আত্মবিশ্বাস বেড়ে যায়। সেই আত্মবিশ্বাসটা আরসিবিতে নিয়ে আসতে পারব,’’ এ দিন বলেন অরুণ।

ব্যাক্তিগত ভাবে ফাস্ট বোলিং তাঁর বৈশিষ্ট্য হলেও অরুণ মনে করেন যে, প্লেয়ারদের মানসিকতা বোঝাটা তাঁর কাজের পক্ষে বেশি জরুরি। সঙ্গে তিনি এটাও জানিয়েছেন, আইপিএলে আরসিবির সাফল্য অনেকটাই নির্ভর করবে বিরাটের উপর। ‘‘বিশ্বের সেরা অ্যাথলিটদের যে রকম হওয়া উচিত, কাজের প্রতি বিরাটের মানসিকতাও সে রকম। ক্রিকেট নিয়ে ওর প্যাশনটা দুর্দান্ত। অধিনায়কের এই মনোভাব বাকিদেরও তাতাবে। অস্ট্রেলিয়ায় যে মনোভাব দেখিয়েছিল বিরাট, আইপিএলেও সেটা দেখালে বেশ উত্তেজক হবে,’’ বলছেন অরুণ।

Advertisement

এ দিকে, দিল্লি ডেয়ারডেভিলসের বোলিং কোচ হলেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন পেসার অ্যালফন্সো টমাস। দিল্লি কোচ গ্যারি কার্স্টেনের পরামর্শে তাঁকে সাপোর্ট স্টাফ হিসেবে নেওয়া হয়েছে বলে খবর। এর আগে প্লেয়ার হিসেবে পুণে ওয়ারিয়র্সে খেলেছেন টমাস।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement