ছবি: এএফপি।
সবুর করুন।
অপেক্ষা করুন না আর কয়েকটা বছর। তুলনা নাহয় তার পরেই টানবেন।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-ওয়েস্ট ইন্ডিজ মহাযুদ্ধের কয়েক ঘণ্টা আগে সচিনের সঙ্গে বিরাট কোহালির তুলনা করতে তিনি এখনও রাজি নন। তিনি— বিরাটের কোচ রাজকুমার শর্মা। ক্রিকেট বিশ্বে বিরাট সাম্রাজ্যের উত্থানের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িত যিনি।
‘‘বিরাট আমার পশ্চিম বিহার ক্রিকেট অ্যাকাডেমিতে এসেছিল ঠিক এশিয়া কাপ শুরু হওয়ার আগে। প্রয়োজনীয় টিপস দিলেও ওর ব্যাটিংয়ের স্টান্স বা টেকনিক্যাল অন্য কোনও পরিবর্তন ওর প্রয়োজন হয়নি। আসল কথা কি জানেন, ব্যাটসম্যানের যখন খারাপ সময় যায়, তখন তাদের টেকনিক্যাল ত্রুটি-বিচ্যুতিগুলো বড় আকারে সামনে আসে। আর ঠিক উল্টোটাই হয় যখন সে সেরা ফর্মে থাকে। তখন টেকনিক্যাল দিক নিয়ে কথাবার্তা হয় না,’’ বলেন বিরাটের কোচ।
দুর্দান্ত ব্যাটিংয়ের সঙ্গে আইসিসি র্যাঙ্কিংয়ে বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান হওয়া নিয়ে তাঁর কোচ বলেন, ‘‘আমার থেকেও বেশি খুশি বিরাটের মা। তবে বিরাট অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৮২ রানের অনবদ্য ব্যাটিং করার পর যখন আমাকে মোবাইলে ফোন করল ওকে বললাম তুমি তো এখন বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান, কী মনে হচ্ছে? শুনে বলল ও সব আমি জানি না। দেশের মানুষ আমার খেলায় খুশি হয়েছে। তাতেই আমি খুশি। আমার কাছে বেশি দামি আমার দেশ।’’
আর বিরাটের আগ্রাসন নিয়ে বলছেন ‘‘ছোটবেলা থেকেই বিরাট ভীষণ অ্যাগ্রেসিভ। ঠিক বীরুর মতোই। তবে বিরাটের আর একটা পজিটিভ দিক হল, যত দিন যাচ্ছে বিরাটের ব্যাটিং যেমন জমাট বাঁধছে, ঠিক ততটাই লোকজনের সঙ্গে ব্যবহারেও দারুণ ভাবে উন্নতি হচ্ছে।’’
বৃহস্পতিবার সকালেও বিরাটের সঙ্গে ফোনে কথা হয়েছে কোচের। রাজকুমার শর্মা ছাত্রকে বলেন, ‘‘অস্ট্রেলিয়ার ইনিংস তুমি ভুলে গিয়ে নতুন করে ওয়েস্ট ইন্ডিজের উপর ফোকাস করো। নিজের ফোকাসটা কোনও সময়ই নষ্ট হতে দিও না।’’ মঙ্গলবার ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ডের সেমিফাইনাল দেখার পর ইয়ন মর্গ্যানদের প্রচুর প্রশংসা করেন বিরাট। বিশেষ করে জেসন রয়ের। যাঁর অনবদ্য ব্যাটিংয়ে ইংরেজরা টি-২০ বিশ্বকাপের ফাইনালে।
শুধু ব্যাটিং নয় বিরাটের আরও একটা বিষয় নিয়েও ভক্তদের কৌতূহল কিন্তু তুঙ্গে। বিরাটের কোচকে প্রশ্ন করা হল বিরাটের সঙ্গে আপনার সব বিষয়ে কথা হয়। তা হলে...। সঙ্গে সঙ্গে এই প্রতিবেদককে থামিয়ে দিয়ে রাজকুমার শর্মা বললেন ‘‘জানি আপনার প্রশ্নটা কী! আপনি নিশ্চয়ই অনুষ্কার ব্যাপারে প্রশ্ন করছেন তাই না! তবে আমার জবাবটা হল, বিরাট তো রক্তমাংসের মানুষ। ওরও ব্যক্তিগত জীবন রয়েছে। ওখানে আমাদের ঢোকাটা ঠিক নয় বলেই আমি মনে করি।’’