Virat Kohli

সোশ্যাল মিডিয়ায় শাস্ত্রীকে ট্রোল, তীব্র আক্রমণে বিরাট

তাঁকে যে বারবার কটাক্ষ করা হচ্ছে, তা নিয়ে শাস্ত্রী নির্লিপ্ত হলেও, কোহালি কিন্তু বেশ বিরক্ত।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০১৯ ১৫:২০
Share:

শাস্ত্রীর হয়ে ব্যাট ধরলেন কোহালি। —ফাইল চিত্র।

সোশ্যাল মিডিয়ায় ক্রমাগত কটাক্ষের শিকার হতে হচ্ছে ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ রবি শাস্ত্রীকে। ভারতের প্রাক্তন কোচ অনিল কুম্বলের সঙ্গে ছবি পোস্ট করে কয়েকদিন আগেও সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হতে হয়েছে কোহালিদের ‘হেডস্যর’কে।

Advertisement

ভারত অধিনায়ক বিরাট কোহালিও জানেন, শাস্ত্রীকে নিয়ে সমালোচনা করার লোকের অভাব নেই। কিন্তু, বারবার শাস্ত্রীকেই বা কেন ট্রোলড হতে হচ্ছে? কোহালি এর পিছনে সুপরিকল্পিত ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন।

তিনি বলেছেন, ‘‘পরিকল্পনা করেই রবিভাইকে ট্রোল করা হচ্ছে। বেশির ভাগ সময়ে এই ঘটনাগুলো পরিকল্পনা করেই করা হয়। কেন করা হচ্ছে, কী কারণে করা হচ্ছে, তা বলা সম্ভব নয় আমার পক্ষে। যদিও এই সবকে একেবারেই পাত্তা দেন না রবিভাই।’’

Advertisement

আরও পড়ুন: অনুষ্কাকে জড়িয়ে ফারুখ ইঞ্জিনিয়ারের বিতর্কিত মন্তব্যে মুখ খুললেন বিরাট, বললেন...

তাঁকে যে বারবার কটাক্ষ করা হচ্ছে, তা নিয়ে শাস্ত্রী নির্লিপ্ত হলেও, কোহালি কিন্তু বেশ বিরক্ত। তিনি বলেন, ‘‘দশ নম্বর ব্যাটসম্যান থেকে ওপেনার হয়েছিলেন রবিভাই। ওপেনার হিসেবে ৪১ গড় রয়েছে। এটা যেমন-তেমন ব্যাপার নয়। এ রকম একজন ক্রিকেটারকে, যাঁরা ঘরে বসে ট্রোল করেন, রবিভাই তাঁদের পাত্তাই দেন না। কেউ যদি এর পরেও রবিভাইকে কটাক্ষ করেন, তা হলে তাঁদের বলব, আগে রবিভাইয়ের মতো হন। রবিভাই যে সব বোলারদের সামলেছেন, তাঁদের বিরুদ্ধে একবার নামুন! রবিভাই যা করেছেন, সেগুলো করার সাহস দেখান। তার পরে না হয় সমালোচকদের কথা শোনা যাবে। রবিভাই এই সব নিয়ে মাথাই ঘামান না। আমাদের দলকে সর্বকালের সেরা করাই রবিভাইয়ের একমাত্র উদ্দেশ্য।’’

কটাক্ষ নিয়ে শাস্ত্রী চুপ। তাঁর হয়ে ব্যাট ধরলেন অধিনায়ক।

আরও পড়ুন: ব্র্যাডম্যানকে পিছনে ফেলে অ্যাডিলেডের শাসক ওয়ার্নার

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement