Virat Kohli

অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৯০০০ রান! দ্রুততম কোহালি

এতদিন পন্টিংয়ের অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ২০৩ ইনিংসে ৯০০০ রানে পৌঁছনো ছিল নজির। কোহালি নিলেন অনেক কম ইনিংস। তাঁর ৯০০০ রান এল ১৫৯ ইনিংসে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৫ মার্চ ২০১৯ ১৭:৫৩
Share:

আক্রমণাত্মক বিরাট কোহালি। মঙ্গলবার নাগপুরে। ছবি: এএফপি।

আরও এক রেকর্ডের মালিক হলেন বিরাট কোহালি। আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়ক হিসেবে দ্রুততম ৯০০০ রান করলেন তিনি। টপকে গেলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিংয়ের রেকর্ডকে।

Advertisement

মঙ্গলবার নাগপুরের জামথায় বিদর্ভ ক্রিকেট সংস্থার মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচে ২২ রানে পৌঁছনোর সময়ই অধিনায়ক হিসেবে ৯০০০ রান পূর্ণ করে ফেলেন কোহালি। যা এল ১৫৯ ইনিংসে। এটাই রেকর্ড। কারণ, এতদিন রিকি পন্টিংয়ের অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ২০৩ ইনিংসে ৯০০০ রানে পৌঁছনো ছিল নজির। কোহালি নিলেন অনেক কম ইনিংস।

আন্তর্জাতিক ক্রিকেটে কোহালি হলেন ষষ্ঠ অধিনায়ক যিনি ৯০০০ রান করলেন। কোহালি ও পন্টিং ছাড়া গ্রেম স্মিথ (২২০ ইনিংস), মহেন্দ্র সিংহ ধোনি (২৫৩ ইনিংস), অ্যালান বর্ডার (২৫৭ ইনিংস), স্টিফেন ফ্লেমিংয়ের (২৭২ ইনিংস) এই কৃতিত্ব রয়েছে। এই ইনিংস কেরিয়ারের ৪০তম সেঞ্চুরি পূর্ণ করলেন কোহালি। তাঁর সামনে থাকলেন শুধু সচিন তেন্ডুলকর (৪৯ সেঞ্চুরি)। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এটা আবার কোহালির সপ্তম ওয়ানডে সেঞ্চুরি।

Advertisement

ভারত-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ নিয়ে খেলুন কুইজ

আরও পড়ুন: কোহালির ৪০-তম সেঞ্চুরি, ২৫০ রানে শেষ ভারত​

আরও পড়ুন: টেস্ট র‌্যাঙ্কিংয়ে কোহালিকে টপকে যাওয়ার দিকে উইলিয়ামসন

(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল, টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি। ক্রিকেট খেলার সব আপডেট আমাদের খেলা বিভাগে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement