ওয়েস্ট ইন্ডিজের পরীক্ষায় বসার আগেই কোচ কুম্বলের কাছে ফেল করলেন কোহালি। অনিল কুম্বলের চ্যালেঞ্জে ডাহা হারলেন তিনি। ব্যাটিং করতে এসে এক ঘণ্টাও টিকতে পারলেন না আইপিএলে অবিশ্বাস্য সব রেকর্ড গড়া বিরাট। আউট হলেন দু’বার।
ক্যারিবিয়ানদের সফরের আগে মঙ্গলবারই ছিল বিরাট কোহালিদের ট্রেনিং ক্যাম্পের শেষ দিন। বেঙ্গালুরুর অদূরে আলুরের স্টেডিয়ামে বসেছিল চার দিনের ক্যাম্প। চিরাচরিত নেট প্র্যাকটিসের পরিবর্তে ক্যাম্পে বেশ কয়েকটা অভিনব প্রয়োগ করলেন অনিল কুম্বলে। রঙিন জার্সির বদলে টেস্ট ক্রিকেটের সাদা পোশাকে কোহালি-সহ গোটা ইন্ডিয়ান টিমকে ‘দৌড়’ করালেন দলের নয়া কোচ। সেই সঙ্গে চ্যালেঞ্জ ছুড়লেন, টানা এক ঘণ্টা ধরে ব্যাটিংয়ের। আর তাতেই কুপোকাত হলেন কোহালি বাহিনীর অধিকাংশ মহাতারকা।
কী সেই চ্যালেঞ্জ?
টানা এক ঘণ্টার ব্যাটিংয়ে এক বারও আউট না হওয়ার চ্যালেঞ্জ। এক ঘণ্টার মধ্যে আধ ঘণ্টা করে পেস ও স্পিনের দু’ফলা তরবারির সামনে ঠেলে ফেলে দিলেন টিম ইন্ডিয়াকে। তিন জন করে পেসার ও স্পিনারদের হাতে বল তুলে দিলেন কোচ। বোলারদের বলা হয়েছিল, ওই এক ঘণ্টার মধ্যে যত বেশি সংখ্যক পারো ব্যাটসম্যানকে আউট করো। প্রথমে এসেছিলেন টেস্টের দুই ওপেনার মুরলী বিজয় ও শিখর ধবন। কিন্তু, ইশান্ত শর্মা, উমেশ যাদব ও ভুবনেশ্বর কুমারের পেস এবং অমিত মিশ্র, রবীন্দ্র জাডেজা ও রবিচন্দ্রন অশ্বিনের সামনে প্রথমে সাবলীল থাকলেও এক বার রান আউট হন বিজয়। একই অবস্থা ধবনেরও। সফরের আগে ব্যাটিং প্র্যাকটিসে জোর দিলেও এক ঘণ্টা ক্রিজে টিকতে পারেননি তিনি। অশ্বিন ও ভুবির বলে দু’বার আউট হন তিনি।
ওপেনারদের মতো একই অবস্থা হয় বিরাট কোহালির। পেসারদের সামনে অসুবিধে না হলেও ইন্ডিয়ান ক্রিকেটের পোস্টার বয়কে বেশ বেগ দিলেন স্পিনাররা। জাডেজার বাঁ-হাতি স্পিনের কাছে বেশ কয়েক বার পরাস্ত হন তিনি। শেষমেষ এক বার স্টাম্পড ও আর এক বার লং অফে ক্যাচ দিয়ে চ্যালেঞ্জ হারেন তিনি।
তবে কোহালি চ্যালেঞ্জ হারলেও কুম্বলের টেস্টে ফুল মার্কস পেলেন অজিঙ্কে রাহানে ও চেতেশ্বর পূজারা। শার্দূল ঠাকুর, মহম্মদ শামি ও স্টুয়ার্ট বিনি এবং জয়ন্ত যাদব, শাহবাজ নাদিম ও মুরলী বিজয়ের পোলিংয়ের সামনে গোটা এক ঘণ্টা আউট না হয়ে চ্যালেঞ্জ পাশ করেন তাঁরা।
আরও পড়ুন