রাষ্ট্রপতি প্রনব মুখোপাধ্যায়ের হাত থেকেো পদ্মশ্রী নিচ্ছেন বিরাট কোহালি। ছবি: সংগৃহীত।
আগেই ঘোষণা হয়ে গিয়েছিল পদ্মশ্রী পাচ্ছেন ভারত অধিনায়ক। বৃহস্পতিবার রাষ্ট্রপতি ভবনে গিয়ে রাষ্ট্রপতি প্রনব মুখোপাধ্যায়ের হাত থেকে সেই সম্মান নিলেন বিরাট কোহালি। ক্রীড়া ক্ষেত্রে এ বার আট জন পদ্মশ্রী পেলেন। রাষ্ট্রপতি ভবনে এক অনুষ্ঠানে সবার হাতে এই সম্মান তুলে দেওয়া হল। সেই তালিকায় ছিলেন ভারতীয় হকি দলের অধিনায়ক পিআর শ্রীজেশ। এ ছাড়া ছিলেন অলিম্পিক্সে ভারতকে সম্মান এনে দেওয়া তারকা ক্রীড়াবিদরা। ছিলেন কুস্তির সাক্ষী মালিক ও জিমন্যাস্ট দীপা কর্মকার।
আরও খবর: ‘অস্ট্রেলীয় ক্রিকেটাররা বন্ধু নয় এমন আদৌ বলিনি, কথা বিকৃত হয়েছে’
রিও প্যারালিম্পিক্সে পদক প্রাপ্ত মারিয়াপ্পান থঙ্গাভেলু ও দীপা মালিকও রয়েছেন এই তালিকায়। এ ছাড়া ডিসকাস থ্রোয়ার বিকাশ গৌড়া ও দৃষ্টিহীন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক শেখর নায়েকও এই সম্মানে ভূষিত হয়েছেন। ৮৯ জন পদ্ম পুরস্কারের তালিকায় ছিলেন এই ক্রীড়া ব্যাক্তিত্বরাও। কিন্তু এ বার পদ্ম ভূষণ ও পদ্ম বিভূষণের তালিকায় ছিলেন না কোনও ক্রীড়াবিদ।