বড় রান করলেন অনুষ্টুপ ও অভিমন্যু। কিন্তু নক-আউটে যাওয়ার সম্ভাবনা প্রায় নেই। ছবি -সিএবি।
শনিবার জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে ৮২ রানে জিতল বাংলা। তবে এমন দাপুটে জয়ের পরেও অনুষ্টুপ মজুমদারদের চলতি বিজয় হজারে ট্রফির নক-আউটে পর্বে খেলার সম্ভাবনা প্রায় নেই। প্রথম ম্যাচে সার্ভিসেসকে হারালেও পরপর দুটো ম্যাচ হেরেছিল বাংলা। দ্বিতীয় ম্যাচে চণ্ডীগড়ের কাছে ৫ উইকেটে হেরে যাওয়ার পর তৃতীয় ম্যাচে সৌরাষ্ট্রের কাছে ১৪৯ রানের হেরেছিল দল। তাই এই ম্যাচ জিতলেও বাংলার বিজয় হজারে ভবিষ্যৎ অন্ধকার।
এদিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সল্টলেকের মাঠে প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ৩৬৮ রান তোলে বাংলা। দলের হয়ে সর্বাধিক ৯৯ রান করেন অভিমন্যু ঈশ্বরণ। অধিনায়ক অনুষ্টুপ ৯২ রানে অপরাজিত থাকেন। এছাড়া ঋত্বিক রায় চৌধুরী ৫৫, কাইফ আহমেদ ৪২ রান করেন। নীচের দিকে নেমে শাহবাজ আহমেদ ১৭ বলে ৪৮ রানে অপরাজিত থাকেন।
জবাবে ব্যাট করতে নেমে ৪৫.৩ ওভারে ২৮৬ রানে গুটিয়ে যায় পরভেজ রসুলদের দল। অর্ণব নন্দী ৪৬ রানে ৪ উইকেট নেন। মুকেশ কুমার নিয়েছেন ৪১ রানে ২ উইকেট। এদিন বাংলার হয়ে অভিষেক ঘটান ভারতীয় দলের জোরে বোলার মহম্মদ শামির ভাই মহম্মদ কাইফ। দল জিতলেও এই ডানহাতি জোরে বোলারের অভিষেক ভাল হল না। ওভারে ৬০ রান দিলেন এই তরুণ।