মহিলা ফুটবল বিশ্বকাপে জয়ী আমেরিকা

মহিলার বিশ্বকাপ ফুটবলে জয়ী হল আমেরিকা। রবিবার ভ্যাঙ্কুভার-এ বিশ্বকাপের ফাইনাল ম্যাচে‌ জাপানকে ৫-২ গোলে হারিয়ে দিল তারা। আমেরিকার হয়ে কার্লি লয়েড হ্যাট্রিক করেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ জুলাই ২০১৫ ১০:৫০
Share:

বিশ্বকাপজয়ী দল। ছবি: এএফপি।

মহিলার বিশ্বকাপ ফুটবলে জয়ী হল আমেরিকা। রবিবার ভ্যাঙ্কুভার-এ বিশ্বকাপের ফাইনাল ম্যাচে‌ জাপানকে ৫-২ গোলে হারিয়ে দিল তারা। আমেরিকার হয়ে কার্লি লয়েড হ্যাট্রিক করেন। ১৩ মিনিটের মধ্যেই তিনটি গোল করেন লয়েড। এই প্রথম মহিলা বিশ্বকাপ ফুটবলের ফাইনালে কেউ হ্যাটট্রিক করলেন। এর আগে কোনও ফাইনালে সাতটি গোল হয়নি। এ নিয়ে তৃতীয়বার মহিলা বিশ্বকাপে জয় এল আমেরিকার। ১৯৯৯-এর পরে আবার জয়ী হল আমেরিকা। ২০১১-এ বিশ্বকাপ জিতেছিল জাপান। সে বারও প্রতিদ্বন্দ্বী ছিল আমেরিকা। আত্মঘাতী গোলে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠেছিল জাপান। তবে এ দিনের ম্যাচে প্রথম থেকেই আমেরিকার মেয়েরা মাঠের দখল নিয়ে নেন। খেলা শুরুর পাঁচ মিনিটের মধ্যেই দুই গোলে এগিয়ে যায় আমেরিকা। পরে দুই গোল করলেও ম্যাচে সে ভাবে ফিরে আসতে পারেনি জাপান। লয়েড এবং জার্মানি-র সেলিয়া সাসিস যৌথ ভাবে এ বারের বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement