কাভানি। উরুগুয়ের ভরসার জায়গা।
বিশ্বকাপে জিওর্জিও কিয়েলিনিকে কামড়ে সাসপেন্ড গত বারের কোপা আমেরিকা সেরা লুই সুয়ারেজ। অবসর নেওয়ায় নেই ২০১০ বিশ্বকাপে গোল্ডেন বল জয়ী দিয়েগো ফোরলানও। ফরোয়ার্ড লাইনে এখন উরুগুয়ের ভরসা এডিনসন কাভানি।
প্যারিস সাঁ জাঁর হয়ে খেলা এই স্ট্রাইকার ইতিমধ্যেই বিশ্বের সেরা স্ট্রাইকারদের মধ্যে জায়গা করে নিয়েছেন। ফোরলান-সুয়ারেজ জুটি না থাকায় গোল করার দায়িত্ব পড়বে কাভানির ঘাড়েই। তাঁকে নিয়ে এখন থেকেই স্বপ্ন দেখা শুরু করে দিয়েছে উরুগুয়ে সমর্থকরা। তবে জামাইকার মতো দুর্বল দলের বিরুদ্ধে মাঠে নামার আগে আত্মতুষ্ট হয়ে পড়ছেন না কাভানি। ‘‘কোপা মানেই সব দল নিজের সেরাটা দেবে। জামাইকাকে হালকা ভাবে নিলে হবে না। ওরা চমকে দিতেই পারে,’’ বলছেন কাভানি। এর আগে জামাইকাকে ‘আফ্রিকান দল’ বলে বিতর্কে জড়িয়েছিলেন কাভানি। তার জন্য ক্ষমা চেয়ে কাভানি যোগ করেছেন, ‘‘ভুল করে ওদের আফ্রিকান দল বলে ফেলেছিলাম। আসলে ওদের খেলার ধরনটা আফ্রিকান দলগুলোর মতোই লড়াকু।’’ কাভানি ছাড়া উরুগুয়ে ডিফেন্সে থাকছে দিয়েগো গোদিন-হোসে গিমেনেজ জুটি। মাঝমাঠে ক্রিশ্চিয়ানো রদ্রিগেজ। ফরোয়ার্ডে কাভানির সঙ্গী হয়তো দিয়েগো রোলান।
এ দিকে, প্রাক্তন উরুগুয়ে তারকা গাস পোয়েত মনে করছেন সুয়ারেজ না থাকায় উরুগুয়ের কোপা জেতা খুবই কঠিন। ‘‘এ রকম টুর্নামেন্টে লুই সুয়ারেজ না থাকা অবশ্যই দলের জন্য বড় ধাক্কা। ও বার্সেলোনার হয়ে যা খেলেছে তাতে এ বার না থাকাটা খুব খারাপ।’’