উমল আকমল। ছবি: সংগৃহীত।
দলের সঙ্গে ইংল্যান্ড সফরেই ছিলেন তিনি। ছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফি দলেও। কিন্তু দেশে ফিরিয়ে আনা হচ্ছে পাকিস্তানের উমর আকমলকে। কারণ পর পর দুটো ফিটনেস টেস্ট পাস করতে পারেননি তিনি। যে কারণে তিনি বাদ পড়ছেন চ্যাম্পিয়ন্স ট্রফি দল থেকেও। তাঁর জায়গায় দলে জায়গা করে নিতে পারেন উমর আমিন অথবা হ্যারিস সোহেল। পিসিবি চেয়ারম্যান শাহরিয়র খান বলেন, ‘‘ও দুটো ফিটনেস পরীক্ষায় পাস করতে পারেনি। আমাদের পলিসি আনফিট প্লেয়ারদের বয়ে চলা হবে না। যে কারণে ওকে ফিরিয়ে আনা হচ্ছে। সঙ্গে পাঠানো হচ্ছে পরিবর্ত প্লেয়ারও। ২৫ মে পর্যন্ত পরিবর্তন করা যাবে। তাই দ্রুত আকমলের পরিবর্ত খুঁজে পাঠানো হবে।’’
আরও খবর: দু’কোটির ইশান্তের উইকেট শূন্য, এমন আরও কিছু তথ্য
বিভিন্ন কারণে সব সময়ই আলোচনার কেন্দ্রে থাকেন আকমল। কিন্তু জাতীয় দলের বিশ্বস্ত সৈনিক তিনি। সদ্য নিজেরই সতীর্থর সঙ্গে মাঠের মধ্যে বচসায় জড়িয়ে নাম উঠে এসেছিল তাঁর। কিন্তু তাঁর পরিবর্ত হিসেবে যে দু’জনের কথা ভাবা হয়েছে তাঁদের মধ্যে আমিন শেষ একদিনের ম্যাচ খেলেছেন ২০১৪ সালে। সোহেল খেলেছেন ২০১৫তে। পাকিস্তানের তাদের চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করছে ভারতের বিরুদ্ধে ম্যাচ দিয়ে।