Christian Eriksen

Euro 2020: ফিনল্যান্ডের ‘ক্রিশ্চিয়ান’ আর ডেনমার্কের ‘এরিকসেন’, ভিডিয়ো ভাইরাল

শনিবার ম্যাচের ৪২ মিনিটের মাথায় হঠাৎ পড়ে যান এরিকসেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৩ জুন ২০২১ ১৮:০৯
Share:

দুদলের সমর্থকরা টুইটার

ইউরো কাপের ম্যাচে ক্রিশ্চিয়ান এরিকসেনের অসুস্থ হওয়ার খবরে উদ্বিগ্ন হয়ে পড়েছিল গোটা বিশ্ব। মাঠের মধ্যে অচৈতন্য অবস্থায় পড়ে থাকা ডেনমার্কের ফুটবলারের জন্য গোটা স্টেডিয়াম তখন প্রার্থনা করেছে। এর মধ্যেই ‘ক্রিশ্চিয়ান, ক্রিশ্চিয়ান’ বলে উৎসাহ দিতে থাকেন বিপক্ষ ফিনল্যান্ডের সমর্থকরা। তার উত্তরে ‘এরিকসেন, এরিকসেন’ করতে শুরু করেন ডেনমার্কের সমর্থকরা। দু’দলের সমর্থকদের এই উৎসাহদান একেবারে অন্য পরিবেশ তৈরি করে কোপেনহেগেনের পার্কেন স্টেডিয়ামে। সেই ভিডিয়ো দ্রুত ছড়িয়ে পড়ে নেটমাধ্যমে।

Advertisement

শনিবার ম্যাচের ৪২ মিনিটের মাথায় হঠাৎ পড়ে যান এরিকসেন। মাঠেই জ্ঞান হারান তিনি। দ্রুত সিপিআর দিয়ে জ্ঞান ফিরিয়ে হাসপাতালে দ্রুত ভর্তি করানো হয় তাঁকে। আপাতত ভাল আছেন ডেনমার্কের এই মিডফিল্ডার।

তাঁর অসুস্থতার খবর দাবানলের মত ছড়িয়ে পড়তে থাকে নেটমাধ্যমে। আর তার সঙ্গেই দুই দলের সমর্থকদের উৎসাহ দেওয়ার ভিডিয়ো দারুণ ভাইরাল হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement