টিকে থাকার যুদ্ধে আমলার বিশ্বরেকর্ড

আমলার মার শেষ রাতে! গোটা সিরিজে তাঁর ব্যাট এক বারও কথা বলেনি। কিন্তু, সম্মানের লড়াইতে শেষ ম্যাচে জ্বলে উঠলেন হাশিম আমলা। সঙ্গী পেলেন এবি ডে’ভিলিয়ার্সকেও। সিরিজ ৩-০ করার ভারতীয় স্বপ্নে বাধা এখন দক্ষিণ আফ্রিকা এই দু’জনের চওড়া ব্যাট। ডে’ভিলিয়ার্সের সঙ্গে তাঁর জুটি মাটি কামড়ে থেকে চিনের প্রাচীর গড়েছে টিম কোহলির বিপক্ষে। টেস্ট ইতিহাসে শ্লথতম ইনিংস খেলে বিপক্ষ তো বটেই আলোড়ন তুলেছেন সোশ্যাল মিডিয়াতেই।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০১৫ ১৯:৫৪
Share:

ছবি: এএফপি।

আমলার মার শেষ রাতে! গোটা সিরিজে তাঁর ব্যাট এক বারও কথা বলেনি। কিন্তু, সম্মানের লড়াইতে শেষ ম্যাচে জ্বলে উঠলেন হাশিম আমলা। সঙ্গী পেলেন এবি ডে’ভিলিয়ার্সকেও। সিরিজ ৩-০ করার ভারতীয় স্বপ্নে বাধা এখন দক্ষিণ আফ্রিকা এই দু’জনের চওড়া ব্যাট। ডে’ভিলিয়ার্সের সঙ্গে তাঁর জুটি মাটি কামড়ে থেকে চিনের প্রাচীর গড়েছে টিম কোহলির বিপক্ষে। টেস্ট ইতিহাসে শ্লথতম ইনিংস খেলে বিপক্ষ তো বটেই আলোড়ন তুলেছেন সোশ্যাল মিডিয়াতেই।

Advertisement

নাগপুরে পিচ বিতর্ক ভারতকে অস্বস্তিতে ফেললেও সম্মান রেখেছিল কোটলা। ক্রিকেটীয় কপিবুক মেনে খেললে যে রান আসবে, তা ইতিমধ্যেই দেখিয়েছেন অজিঙ্কে রাহানে। কিন্তু, অজিঙ্কে রাহানের রেকর্ড ছাপিয়ে এ দিন সবার মুখে উঠে এল আমলার রেকর্ড। ১১৩ বলে যখন ব্যক্তিগত ৬ রান করলেন, তখন ভাঙলেন অস্ট্রেলিয়ার কার্ল রেকমানের ১০২ বলে ৯ রান করার রেকর্ড। আর দিনের শেষে তো ২০২ বলে তিনি অপরাজিত ২৩ রানে। ডে’ভিলিয়ার্সও কম যান না। ৯১ বলে তাঁর সংগ্রহ ১১। ৭২ ওভার ধরে আমলার করলেন মাত্র ৭২ রান।


আরও পড়ুন: মাথায় ৪৮১ রানের পাহাড়, পিচ কামড়ে আমলা-ডে’ভিলিয়ার্স

Advertisement

রাহানের সেঞ্চুরির পর ২৬৭-৪ ডিক্লেয়ার করলে সহজেই দু’উইকেট তুলে নেন রবিচন্দ্রন অশ্বিন। কিন্তু, টলানো যায়নি আমলাকে। নিজের খাতা খুলতেই তিনি খরচ করেন ৪০ বল। তাঁর এই এপিক রেকর্ডে সোশ্যাল মিডিয়াও সরগরম। ভারতের কামব্যাক বয় ‘স্যার জাডেজা’র টুইট, “ভারতে বেড়ে চলা অসহিষ্ণুতার বিরুদ্ধে প্রতিবাদ করলেও রান করছেন না আমলা।” আর এক ক্রিকেটপ্রেমীর ভবিয্যৎ বাণী, “প্রোটিয়ারা দু’দিন ব্যাট করবে।” এক জন তো লিখেই ফেললেন, “হাশিম আমলা এখন বাফার করছেন।” অন্য জনের খোঁচা, “আইআরসিটিসি ওয়েবসাইটের পর আজ দেশে শ্লথতম হাশিম আমলা।” এক দর্শক তো প্রায় কেঁদেই ফেললেন, “প্লিজ কিছু রান করুন আমলা।” এখন দেখার, আগামিকাল এই অনুরোধ আমলা রাখবেন কি না!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement