এপ্রিলে কলকাতা ও সংলগ্ন অঞ্চলে একাধিক দফায় বিধানসভা ভোটের তারিখ ঘোষণা হলেও তাতে আইপিএলের ম্যাচে বিঘ্ন ঘটবে না বলে সিএবি-র ধারণা। ভোটের মধ্যেই কলকাতা নাইট রাইডার্সের সব ক’টা হোম ম্যাচ ইডেনেই করা যাবে, মত তাঁদের। আইপিএল গভর্নিং কাউন্সিলকেও সে রকমই জানানো হল শুক্রবার।
কলকাতা, হাওড়া ও দুই ২৪ পরগনায় বিধানসভা নির্বাচন ২১-৩০ এপ্রিল। গোটা রাজ্যের ভোট গণনা ১৯ মে। ওই সময়ের মধ্যে এবং তার আগে ও পরের সময় ছাড়া এপ্রিল-মে-র অন্য সময়ে আইপিএলের ম্যাচ করা যাবে বলে কেকেআরের এক ওয়াকিবহাল কর্তা জানান। কিন্তু ওই বাকি সময়ে ইডেনে কেকেআরের সাতটা হোম ম্যাচ কী ভাবে ফেলা হবে, সেটাই প্রশ্ন।
সিএবি সূত্রের খবর, তাদের তরফ থেকে এ দিন কেকেআর কর্তৃপক্ষের কাছে তিন দফায় গৌতম গম্ভীরদের হোম ম্যাচ আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছে। প্রথম দফায় ১০-১৬ এপ্রিল, দ্বিতীয় দফায় ১-১৫ মে এবং ২২ মে ইডেনে নাইটদের হোম ম্যাচ করা যাবে বলে জানানো হয়েছে। সিএবি কোষাধ্যক্ষ বিশ্বরূপ দে বললেন, ‘‘ইডেনে ম্যাচ আয়োজনের জন্য যে তিনটে ‘উইন্ডো’ পাওয়া যেতে পারে, তা প্রাথমিক ভাবে কেকেআরকে জানিয়েছি। পুলিশের সঙ্গে কথা বলে বিষয়টা চূড়ান্ত হবে।’’
আইপিএল এ বার ৯ এপ্রিল থেকে ২৯ মে। ভোটের বাজারে ইডেনে তিন দফা মিলিয়ে মোট ২৪ দিন পাওয়া যাবে। তার মধ্যে সাতটা ম্যাচ করতে অসুবিধা হবে না বলে জানাচ্ছে নাইট কর্তৃপক্ষ। যদিও সবার আগে কলকাতা পুলিশের সবুজ সঙ্কেত সবচেয়ে গুরুত্বপূর্ণ।