India

হারিয়ে দিল লাথাম, বলছেন কোহালি

নিউজ়িল্যান্ডের ব্যাটসম্যান হেনরি নিকোলসকে প্রায় উড়ে গিয়ে রান আউট করেন ভারত অধিনায়ক।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২০ ০৫:০৭
Share:

টম লাথামের প্রশংসা করলেন বিরাট কোহালি।—ছবি এপি।

ক্রিকেট দুনিয়ায় ‘রানমেশিন’ বলে ডাকা হচ্ছে তাঁকে। হ্যামিল্টনে বুধবার দল হেরে গেলেও নতুন কীর্তি গড়া থেমে নেই বিরাট কোহালির ব্যাটে। ভারত অধিনায়ক হিসেবে সব চেয়ে বেশি ওয়ান ডে রান করার তালিকায় কোহালি এ দিন পেরিয়ে গেলেন সৌরভ গঙ্গোপাধ্যায়কে। ৬৩ বলে ৫১ করা কোহালির এখন অধিনায়ক হিসেবে ওয়ান ডে রান ৫,১২৩। অধিনায়ক হিসেবে ওয়ান ডে-তে সৌরভের ছিল ১৪৮ ম্যাচে ৫, ০৮২ রান।

Advertisement

যদিও কোহালি এই রান করেছেন মাত্র ৮৭ ম্যাচে। এবং, তাঁর গড় অবিশ্বাস্য ৭৬.৪৬। ভারতীয়দের মধ্যে অধিনায়ক হিসেবে সব চেয়ে বেশি ওান ডে রান রয়েছে মহেন্দ্র সিংহ ধোনির। ধোনি করেছেন ৬,৬৪১ রান। অধিনায়ক হিসেবে ওয়ান ডে-তে মহম্মদ আজহারউদ্দিনের রয়েছে ৫,২৩৯ রান। সব দেশ মিলিয়ে অধিনায়ক হিসেবে ওয়ান ডে-তে সব চেয়ে বেশি রান করার রেকর্ড রয়েছে রিকি পন্টিংয়ের দখলে। অধিনায়ক হিসেবে ২৩০ ওয়ান ডে-তে পন্টিং করেছেন ৮,৪৯৭ রান।

যদিও ব্যাটিংয়ের চেয়েও কোহালির ফিল্ডিং এ দিন বেশি করে চর্চার বিষয় হয়ে ওঠে। নিউজ়িল্যান্ডের ব্যাটসম্যান হেনরি নিকোলসকে প্রায় উড়ে গিয়ে রান আউট করেন ভারত অধিনায়ক। যা দেখার পরে জন্টি রোডসের সেই বিখ্যাত রান আউটের দৃশ্যের সঙ্গে তুলনা শুরু হয়ে যায়। ১৯৯২ বিশ্বকাপে ইনজামাম-উল-হককে বল হাতে ধরে নিয়ে উড়ে গিয়ে স্টাম্প ভেঙে রান আউট করেছিলেন জন্টি। এ দিন কোহালিও অনেকটা সে ভাবেই শূন্যে ঝাঁপিয়ে বল ছুড়ে উইকেট ভেঙে রান আউট করেন নিকোলসকে। ভারত অধিনায়ক বলেছেন, ‘‘রস ওদের অভিজ্ঞ ব্যাটসম্যান। কিন্তু আমার মনে হয় টম লাথামের ইনিংসই আমাদের হাত থেকে ম্যাচটা ছিনিয়ে নিয়ে যায়।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement