টম ল্যাথাম ও ট্রেন্ট বোল্ট। দু’জনেই ভুগছেন চোটে।
ভারতের বিরুদ্ধে ঘরের মাঠে টম লাথাম ও ট্রেন্ট বোল্টকে নিয়ে অনিশ্চয়তা তৈরি হল নিউজিল্যান্ড শিবিরে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সদ্য সমাপ্ত টেস্ট সিরিজে চোট পেয়েছিলেন দু’জনেই।
ডান হাতের আঙুলে চিড়ের জন্য অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের শেষ টেস্টে খেলতে পারেননি ট্রেন্ট বোল্ট। মিচেল স্টার্কের একটি ডেলিভারি তাঁর গ্লাভসে লেগেছিল। সেই চোটেই ভুগছেন বাঁ-হাতি পেসার। ভারতের বিরুদ্ধে টোয়েন্টি২০ সিরিজে তাঁর অংশ নেওয়া অনিশ্চিত বলেই মেনে নিয়েছেন কিউয়ি কোচ গ্যারি স্টেড। বুধবার এক বিবৃতিতে স্টেড বলেছেন, “এখন বোল্ট নিজের ভেঙে যাওয়া ডান হাতকে বিশ্রাম দিচ্ছে। এই সপ্তাহেই বোলিং শুরু করবে ও। জানুয়ারির শেষে ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ওর খেলার ব্যাপারে সংশয় রয়েছে। আমরা আগামী কয়েক সপ্তাহ ওকে ভাল ভাবে পর্যবেক্ষণের মধ্যে রাখব।”
২৭ বছর বয়সি টম লাথাম আবার সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের তৃতীয় তথা শেষ টেস্টে মার্নাস লাবুশানের ক্যাচ ধরতে গিয়ে ডান হাতের কড়ে আঙুল ভেঙে ফেলেছেন। এক্স রে-তে দেখা গিয়েছে যে, তাঁর আঙুলে চিড় ধরেছে। যার ফলে কিছুদিন মাঠের বাইরে থাকতে হবে তাঁকে। নিউজিল্যান্ড ক্রিকেট এক বিবৃতিতে জানিয়েছে যে, রিহ্যাবের জন্য অন্ততপক্ষে চার সপ্তাহ লাগবে তাঁর। ফলে, ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে তাঁর খেলার সম্ভাবনা কার্যত নেই।
সদ্য অস্ট্রেলিয়ার কাছে টেস্ট সিরিজে ০-৩ হেরেছে নিউজিল্যান্ড। এর পর ভারতের বিরুদ্ধে ঘরের মাঠে খেলবে কিউয়িরা। বিরাট কোহালির দল পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ, তিন ওয়ানডে ও দুটো টেস্ট খেলবে নিউজিল্যান্ডে। ২৪ জানুয়ারি শুরু হচ্ছে প্রথম টি-টোয়েন্টি।