Tokyo Paralympics 2020

Avani Lekhara: প্যারালিম্পিক্সে সোনাজয়ী অবনীর হাত ধরে স্থাপিত হল অনেক কীর্তি

সোনা তো জিতেইছেন। হয়েছে বিশ্বরেকর্ডও। কিন্তু এখানেই শেষ নয়। অবনী লেখারা একই সঙ্গে স্থাপন করলেন বেশ কিছু কীর্তি।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ৩০ অগস্ট ২০২১ ১৩:২০
Share:
০১ ০৯

রবিবার প্যারালিম্পিক্সে ভারতের পদক জয়ের হ্যাটট্রিক হওয়ার পর সোমবার একেবারে সোনা জিতে শুরু করে ভারত।

০২ ০৯

শুটিংয়ে দেশকে সোনা এনে দেন অবনী লেখারা। ১০ মিটার এয়ার রাইফেলে সোনা জেতেন তিনি।

Advertisement
০৩ ০৯

শুধু সোনা জেতাই নয়, বিশ্বরেকর্ড স্পর্শ করেন তিনি। ২৪৯.৬ স্কোর করেন অবনী।

০৪ ০৯

বিশ্বরেকর্ড করা ছাড়াও আরও বেশ কয়েকটি কীর্তি স্থাপন করেছেন তিনি। দেখে নেওয়া যাক সেই কীর্তিগুলি।

০৫ ০৯

অলিম্পিক্স বা প্যারালিম্পিক্সে প্রথম ভারতীয় মহিলা হিসেবে সোনা জিতলেন অবনী।

০৬ ০৯

মাত্র ১৯ বছর বয়সে সোনা জিতলেন অবনী। অলিম্পিক্স বা প্যারালিম্পিক্সে এত কম বয়সে আর কোনও ভারতীয় সোনা জেতেননি।

০৭ ০৯

প্যারালিম্পিক্সে অবনীর হাত ধরে পঞ্চম সোনা এল ভারতে। এর আগে মুরলিকান্ত পেটকার (সাঁতার, ১৯৭২), দেবেন্দ্র ঝাঝারিয়া (জ্যাভলিন, ২০০৪, ২০১৬), থঙ্গভেলু মারিয়াপ্পান (হাই জাম্প, ২০১৬) সোনা জিতেছেন।

০৮ ০৯

সব মিলিয়ে অলিম্পিক্স বা প্যারালিম্পিক্স স্তরে ব্যক্তিগত বিভাগে এটি ভারতের সপ্তম সোনা। প্যারালিম্পিক্সে পাঁচটি সোনা ছাড়াও ২০০৮ সালে বেজিং অলিম্পিক্সে অভিনব বিন্দ্রা শুটিংয়ে সোনা জিতেছিলেন। এ বারের অলিম্পিক্সে নীরজ চোপড়া জ্যাভলিনে সোনা জিতেছেন।

০৯ ০৯

এ বারের প্যারালিম্পিক্সে ভারতের হয়ে প্রথম সোনা জিতলেন অবনী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement