Tokyo Olympics 2020

Tokyo Olympics: অবিশ্বাস্য হারে বিদায় সানিয়াদের, অলিম্পিক্সে মহিলাদের ডাবলসে আশা শেষ

জয়ের থেকে এক সময় এক গেম দূরে ছিলেন। সেখান থেকে ম্যাচ বের করতে ব্যর্থ তাঁরা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৫ জুলাই ২০২১ ১০:১৮
Share:

প্রথম রাউন্ডেই হার সানিয়াদের। ছবি রয়টার্স

অলিম্পিক্স টেনিসে মহিলাদের ডাবলসে অবিশ্বাস্য ভাবে হেরে ছিটকে গেলেন সানিয়া মির্জা এবং অঙ্কিতা রায়না। জয়ের থেকে এক সময় এক গেম দূরে ছিলেন। সেখান থেকে ম্যাচ বের করতে ব্যর্থ তাঁরা।

Advertisement

প্রথম রাউন্ডে ইউক্রেনের লুডমিলা কিচেনক এবং নাদিয়া কিচেনকের বিরুদ্ধে নেমেছিল সানিয়া-অঙ্কিতা জুটি। নিজেদের স্বাভাবিক ছন্দ ধরে রেখেই প্রথম সেট ৬-০ গেমে জিতে নেন তাঁরা। প্রথম থেকেই সানিয়া এবং অঙ্কিতাকে অপ্রতিরোধ্য দেখাচ্ছিল।

একই ছন্দ বজায় ছিল দ্বিতীয় সেটেও। একসময় সানিয়ারা ৫-৩ গেমে এগিয়ে যান। সেখান থেকে আচমকাই ঘুরে দাঁড়ায় কিচেনক জুটি। ম্যাচ নিয়ে যায় টাইব্রেকারে। সেখানে একটিও পয়েন্ট পাননি সানিয়ারা। টাইব্রেকারে ৭-০ জিতে ম্যাচ ১-১ করে দেয় কিচেনক জুটি।

Advertisement

নিয়ম মতো তৃতীয় সেট হওয়ার কথা ছিল টাইব্রেকারের নিয়মেই। সেখানে ১০-৮ পয়েন্টে সানিয়াদের হরিয়ে দেয় কিচেনক জুটি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement