জয়ের পর উচ্ছ্বাস ভারতের। ছবি পিটিআই
অলিম্পিক্সে হকিতে ব্রোঞ্জ পেল ভারত। ১৯৮০ সালের পর এই প্রথম হকিতে পদক এল ভারতে। ৪১ বছরের খরা কাটানোর পথটা মোটেই সহজ ছিল না মনপ্রীত সিংহদের জন্য।
দ্বিতীয় ম্যাচেই অস্ট্রেলিয়ার কাছে ৭ গোল খায় ভারত। অনেকেই মনে করেছিলেন সেখান থেকে ভারতের ঘুরে দাঁড়ানো সম্ভব হবে না। কিন্তু তারপর সবকটি ম্যাচ জিতে ভারতীয় হকি দল ফাইনালে উঠে পদক জয় নিশ্চিত করল।
প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে ৩-২ ব্যবধানে হারায় ভারত। রুপিন্দর পাল সিংহ ১টি এবং হরমনপ্রীত সিংহ ২টি গোল করেন।
পরের ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ১-৭ ব্যবধানে হারতে হয় ভারতকে। ম্যাচে ভারতের একমাত্র গোল দিলপ্রীত সিংহের।
তৃতীয় ম্যাচে ভারত স্পেনকে ৩-০ ব্যবধানে উড়িয়ে দেয়। সিমনরজিত সিংহ ১টি গোল করেন। জোড়া গোল রুপিন্দরের।
গ্রুপের চতুর্থ ম্যাচে ভারত ৩-১ ব্যবধানে হারায় গত বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে। গ্রুপ পর্বে সেটিই ছিল ভারতের সেরা পারফরম্যান্স। বরুণ কুমার, বিবেক প্রসাদ এবং হরমনপ্রীত গোল করেন।
গ্রুপের শেষ ম্যাচ ছিল জাপানের সঙ্গে। ভারত জেতে ৫-৩ ব্যবধানে। সেই ম্যাচে জোড়া গোল করেন গুরজন্ত সিংহ। বাকি গোলগুলি করেন হরমনপ্রীত, শামশের সিংহ এবং নীলকান্ত শর্মা।
কোয়ার্টার ফাইনালে গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে ৩-১ ব্যবধানে জয়। দিলপ্রীত, গুরজন্ত এবং হার্দিক সিংহ গোল করেন।
সেমিফাইনালে ভারত বেলজিয়ামের বিরুদ্ধে এগিয়ে গিয়েও ২-৫ ব্যবধানে হেরে যায়। বেলজিয়াম ২ মিনিটের মধ্যে গোল করে এগিয়ে যায়। এরপর সাত ও আট মিনিটে পরপর দুটি গোল করে ভারতকে এগিয়ে দেন হরমনপ্রীত ও মনদীপ।
ব্রোঞ্জ পদকের ম্যাচে ভারতের সামনে ছিল জার্মানি। ভারত ৫-৪ ব্যবধানে জিতে ব্রোঞ্জ পায়।