রবি কুমার সেমিফাইনালে জেতায় এখন তাঁর সোনা বা রুপোর মধ্যে যেকোনও একটি নিশ্চিত। ছবি: পিটিআই
ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে ভারতীয় কুস্তি। ব্যক্তিগত খেলাগুলি ধরলে অলিম্পিক্সে ভারতে সবথেকে বেশি পদক জয়ের তালিকায় কুস্তি সবার উপরে ছিল। সেই ব্যবধান আরও বাড়িয়ে নিল তারা। রবি কুমার সেমিফাইনালে জেতায় এখন তাঁর সোনা বা রুপোর মধ্যে যেকোনও একটি নিশ্চিত। কুস্তিতে ভারতের মোট অলিম্পিক্স পদকের সংখ্যা হল ছয়।
কুস্তিতে ভারতে প্রথম পদক আসে ১৯৫২ সালে হেলসিঙ্কি অলিম্পিক্সে। ফ্রিস্টাইল ব্যান্টমওয়েটে ব্রোঞ্জ জেতেন কেডি যাদব। ব্রিটিশ-ভারতীয় নর্ম্যান প্রিচার্ডের পর সেটিই অলিম্পিক্সে ভারতের প্রথম ব্যক্তিগত পদক।
এরপর কুস্তিতে পদক আসে ৫৬ বছর পরে। ২০০৮ সালে সুশীল কুমার ৬৬ কেজি ফ্রিস্টাইলে ব্রোঞ্জ জেতেন।
গ্রাফিক: শৌভিক দেবনাথ
পরের অলিম্পিক্সে কুস্তিতে জোড়া পদক জেতে ভারত। ২০১২ সালে লন্ডনে ফের ৬৬ কেজি বিভাগে পদক জেতেন সুশীল। সেই অলিম্পিক্সে ৬০ কেজি ফ্রিস্টাইলে ব্রোঞ্জ জেতেন যোগেশ্বর দত্ত।
২০১৬ সালের রিয়ো অলিম্পিক্সে সাক্ষী মালিক মহিলাদের ৫৮ কেজি ফ্রিসটাইলে দেশকে ব্রোঞ্জ এনে দেন।