গ্রাফিক: সনৎ সিংহ।
নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ় শেষ হওয়ার পর ভারতীয় দল আবার ফিরছে টি-টোয়েন্টি ফরম্যাটে। এ বার তারা দক্ষিণ আফ্রিকায় গিয়ে চার ম্যাচের সিরিজ় খেলবে। প্রথমটি হবে আজ।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাকিস্তানের দ্বিতীয় এক দিনের ম্যাচ রয়েছে শুক্রবার। পাকিস্তানের কাছে সমতা ফেরানোর সুযোগ রয়েছে। এ ছাড়া রয়েছে ভারত ‘এ’ দলের দ্বিতীয় বেসরকারি টেস্ট এবং আইএসএলের ম্যাচ।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি২০-তে নামবে ভারত
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে শেষ মুহূর্তে হারিয়ে ট্রফি জিতেছিল ভারত। দেশের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ়ে ভারতকে হারিয়ে বদলা নিতে তৈরি প্রোটিয়া। প্রথম টি-টোয়েন্টি ম্যাচ শুক্রবার। রাত ৮.৩০টা থেকে। দেখা যাবে স্পোর্টস ১৮-১ চ্যানেল এবং জিয়ো সিনেমা অ্যাপে।
দ্বিতীয় এক দিনের ম্যাচে সিরিজ় অস্ট্রেলিয়ার, না কি সমতা ফেরাবে পাকিস্তান?
গ্রাফিক: সনৎ সিংহ।
প্রথম এক দিনের ম্যাচে অস্ট্রেলিয়াকে কম রানে আটকে রেখেও জিততে পারেনি পাকিস্তান। বোলারদের সাফল্য ঢাকা পড়েছে ব্যাটারদের ব্যর্থতায়। দ্বিতীয় ম্যাচে পাকিস্তান কি সমতা ফেরাতে পারবে? না অস্ট্রেলিয়া সিরিজ় জিতবে? খেলা শুরু সকাল ৯টা থেকে। দেখা যাবে স্টার স্পোর্টস ১ এবং হটস্টার অ্যাপে।
অস্ট্রেলিয়া ‘এ’ বনাম ভারত ‘এ’ ম্যাচের দ্বিতীয় দিন
দ্বিতীয় বেসরকারি টেস্টের প্রথম দিনে বিপদে পড়েছে ভারত ‘এ’ দল। ধ্রুব জুরেল বাদে বাকি ব্যাটারেরা ব্যর্থ। দ্বিতীয় দিনে কি বোলারেরা সাফল্য পাবেন? না কি অস্ট্রেলিয়া জাঁকিয়ে বসবে? খেলা শুরু ভোর ৫টা থেকে।
বাংলা বনাম কর্ণাটক ম্যাচের তৃতীয় দিন
মিডল অর্ডার ব্যাটারেরা বাংলাকে ম্যাচে ফেরানোর পর এ বার দায়িত্ব বোলারদের। দ্বিতীয় দিনে ভাল বল করেছেন তাঁরা। প্রথম ইনিংসে লিড নেওয়ার সুযোগ বাংলার কাছে। খেলা শুরু সকাল ৯.৩০টা থেকে। দেখা যাবে জিয়ো সিনেমা অ্যাপে।
আইএসএলে বেঙ্গালুরুর বিরুদ্ধে নামবে নর্থইস্ট
আইএসএলে শীর্ষস্থান ধরে রাখার লড়াইয়ে নামছে বেঙ্গালুরু। শুক্রবার তাদের সামনে নর্থইস্ট ইউনাইটেড। আগের ম্যাচে বড় ব্যবধানে জেতা নর্থইস্ট কি পারবে বেঙ্গালুরুকে আটকাতে। সন্ধ্যা ৭.৩০টা থেকে ম্যাচ। দেখা যাবে স্পোর্টস ১৮-৩ চ্যানেল এবং জিয়ো সিনেমা অ্যাপে।