Today’s Sports Events

শুরু ভারত-বাংলাদেশ টি২০ সিরিজ়, মহিলাদের টি২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তান, রয়েছে ইপিএল, লা লিগা

টেস্টের পরে এ বার বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ় শুরু ভারতের। মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে নামবে ভারত। রয়েছে প্রিমিয়ার লিগ, লা লিগার ম্যাচও।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০২৪ ০৬:৪০
Share:

গ্রাফিক: সনৎ সিংহ।

টেস্ট সিরিজ়ে বাংলাদেশকে চুনকাম করার পরে আজ সন্ধ্যায় তাদের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ় শুরু ভারতের। প্রথম ম্যাচ গোয়ালিয়রে। টেস্ট সিরিজ়ের জয়ের ধারা টি-টোয়েন্টি সিরিজ়েও ধরে রাখার চেষ্টা করবেন রোহিত শর্মারা। আজ দুপুরে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি ভারত-পাকিস্তান। প্রথম ম্যাচে নিউ জ়িল্যান্ডের কাছে হারের পরে দ্বিতীয় ম্যাচে জয়ে ফিরতে চাইবেন হরমনপ্রীত কৌরেরা। আজ রয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগ ও লা লিগার ম্যাচও।

Advertisement

শুরু ভারত-বাংলাদেশ টি২০ সিরিজ়, প্রথম ম্যাচ গোয়ালিয়রে

আজ থেকে শুরু ভারত ও বাংলাদেশের মধ্যে টি-টোয়েন্টি সিরিজ়। টেস্ট সিরিজ় ২-০ জিতেছে ভারত। টি-টোয়েন্টি সিরিজ়ে বেশ কয়েক জন নতুন ক্রিকেটার রয়েছেন। অভিষেক হতে পারে মায়াঙ্ক যাদবের। দেশের মাটিতে কোচ হিসাবে প্রথম টি-টোয়েন্টি সিরিজ় জেতার লক্ষ্যে নামবেন গৌতম গম্ভীর। প্রথম ম্যাচ হবে গোয়ালিয়রে। খেলা শুরু সন্ধ্যা ৭টা থেকে। খেলা দেখা যাবে স্পোর্টস ১৮ চ্যানেল ও জিয়ো সিনেমা অ্যাপে।

Advertisement

মহিলাদের টি২০ বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান, জয়ে ফিরতে মরিয়া হরমনপ্রীতেরা

গ্রাফিক: সনৎ সিংহ।

মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুটা ভাল হয়নি ভারতের। নিউ জ়িল্যান্ডের কাছে হারতে হয়েছে। হারের ধাক্কা ভুলে জয়ে ফিরতে মরিয়া ভারত। প্রতিপক্ষ পাকিস্তান নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়েছে। তাই তাদের আত্মবিশ্বাস রয়েছে। সেই কারণে ম্যাচ সহজ হবে না হরমনপ্রীত কৌরদের। যদিও বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের রেকর্ড বেশ ভাল। সেই রেকর্ড ধরে রাখতে চাইবে তারা। খেলা শুরু দুপুর সাড়ে ৩টে থেকে। দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও হটস্টার অ্যাপে।

প্রিমিয়ার লিগে নামছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, চেলসি ও টটেনহ্যাম

প্রিমিয়ার লিগে একই দিনে খেলতে নামছে ম্যাঞ্চেস্টার ইউনাইটড, চেলসি ও টটেনহ্যাম। ম্যান ইউ তাদের শেষ ম্যাচ হেরেছে। চেলসি আবার টানা তিনটি ম্যাচ জিতেছে। টটেনহ্যামও জয়ের হ্যাটট্রিকের লক্ষ্যে নামবে। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড খেলবে অ্যাস্টন ভিলার বিরুদ্ধে সন্ধ্যা সাড়ে ৬টা থেকে শুরু সেই ম্যাচ। চেলসির মুখোমুখি নটিংহ্যাম ফরেস্ট। খেলা সন্ধ্যা সাড়ে ৬টা থেকে। রাত ৯টা থেকে ব্রাইটনের বিরুদ্ধে নামবে টটেনহ্যাম। সব খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও হটস্টার অ্যাপে।

লা লিগায় নামছে বার্সেলোনা, খেলবে আতলেতিকো মাদ্রিদও

টানা সাত ম্যাচে জয়ের পরে আগের ম্যাচে হারতে হয়েছে বার্সেলোনাকে। আরও এক বার জয়ে ফেরার লক্ষ্যে নামবেন হান্সি ফ্লিকের ছেলেরা। একই দিনে খেলতে নামবে আতলেতিকো মাদ্রিদও। বার্সেলোনা বনাম আলাভেস ম্যাচ হবে রাত পৌনে ৮টা থেকে। রিয়াল সোসিয়াদাদের বিরুদ্ধে আতলেতিকো মাদ্রিদ খেলবে রাত সাড়ে ১২টা থেকে। বিকাল সাড়ে ৫টায় জিরোনার বিরুদ্ধে খেলতে নামবে অ্যাথলেটিক ক্লাব। রাত সাড়ে ১০টায় মুখোমুখি সেভিয়া ও রিয়াল বেটিস। খেলা দেখা যাবে জিএক্সআর ওয়েব সাইটে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement