Today’s Sports Events

ভারত-অস্ট্রেলিয়া টেস্টের জমজমাট শেষ দিন, রয়েছে আইএসএলের খেলা, আর কী কী

সোমবার মেলবোর্নে ভারত-অস্ট্রেলিয়া টেস্টের শেষ দিন। ৩০০-র বেশি রান তাড়া করতে হবে ভারতকে। রোহিত শর্মারা কি জিততে পারবেন? রয়েছে আইএসএলের খেলাও।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৪ ০৬:২৯
Share:

—ফাইল চিত্র।

মেলবোর্ন টেস্টে জেতার সুযোগ রয়েছে ভারত ও অস্ট্রেলিয়া দু’দলেরই। সোমবার মেলবোর্নে ভারত-অস্ট্রেলিয়া টেস্টের শেষ দিন। ৩০০-র বেশি রান তাড়া করতে হবে ভারতকে। রোহিত শর্মারা কি জিততে পারবেন? রয়েছে আইএসএলের খেলাও।

Advertisement

মেলবোর্নে জিতে সিরিজ়ে এগোতে পারবে ভারত?

ভারত-অস্ট্রেলিয়া টেস্ট রয়েছে ১-১ ব্যবধানে। আগের টেস্ট ড্র হয়েছে। তবে মেলবোর্নে জেতার সুযোহ রয়েছে দু’দলেরই। সোমবার মেলবোর্নে ভারত-অস্ট্রেলিয়া টেস্টের পঞ্চম দিন। এখনও অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস শেষ হয়নি। ভারত চাইবে যত দ্রুত সম্ভব অস্ট্রেলিয়াকে অল আউট করতে। সোমবার ৩০০-র বেশি রান তাড়া করতে হবে ভারতকে। রোহিত শর্মারা কি জিততে পারবেন? সোমবার ভোর সাড়ে ৪টে থেকে শুরু খেলা। দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেলে। ডিজিটাল মাধ্যমে খেলা দেখা যাবে হটস্টার অ্যাপে।

Advertisement

আইএসএলে চলতি বছরের শেষ ম্যাচ, ঘরের মাঠে নর্থইস্টের মুখোমুখি মুম্বই

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

আইএসএলে চলতি বছরের শেষ ম্যাচ রয়েছে সোমবার। মুখোমুখি মুম্বই সিটি ও নর্থইস্ট ইউনাইটেড। পয়েন্ট তালিকায় মুম্বই রয়েছে পাঁচ নম্বরে। নর্থইস্ট ষষ্ঠ স্থানে। অর্থাৎ, দু’দলেরই সুযোগ রয়েছে পয়েন্ট তালিকায় উপরে ওঠার। সন্ধ্যা সাড়ে ৭টা থেকে শুরু খেলা। দেখা যাবে স্টার স্পোর্টস ৩ ও স্পোর্টস ১৮ চ্যানেলে। ডিজিটাল মাধ্যমে জিয়ো সিনেমা অ্যাপে দেখা যাবে খেলা।

নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি২০ শ্রীলঙ্কার

নিউ জ়িল্যান্ডের মাটিতে খেলতে গিয়েছে শ্রীলঙ্কা। প্রথম টি-টোয়েন্টি ম্যাচ ঘরের দল জিতেছে ৮ উইকেটে। সোমবার দ্বিতীয় টি-টোয়েন্টি। এই ম্যাচ জিতে কি সমতা ফেরাতে পারবে শ্রীলঙ্কা? বেলা ১১.৪৫ মিনিটে শুরু হবে খেলা।

জ়িম্বাবোয়ে-আফগানিস্তান প্রথম টেস্টের পঞ্চম দিন

জ়িম্বাবোয়ে বনাম আফগানিস্তান প্রথম টেস্টে দাপট দেখাচ্ছেন ব্যাটারেরা। প্রথম ইনিংসে ৫০৭ রান করেছে জ়িম্বাবোয়ে। জবাবে বড় রানের পথে আফগানিস্তানও। যা পরিস্থিতি তাতে এই ম্যাচ ড্র হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এখন দেখার পঞ্চম দিন কোনও নাটক অপেক্ষা করে আছে কি না। খেলা শুরু দুপুর দেড়টা থেকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement