গ্রাফিক: সনৎ সিংহ।
আজ ভারত-বাংলাদেশ টেস্টের তৃতীয় দিনেও কি বৃষ্টিতে খেলা হবে না? গত কাল দ্বিতীয় দিন একটি বলও খেলা হয়নি। মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ প্রস্তুতি ম্যাচ খেলতে নামছে ভারত। হরমনপ্রীত কউর, রিচা ঘোষদের খেলতে হবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। ইংলিশ প্রিমিয়ার লিগে আজ রয়েছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের খেলা। বিপক্ষে টটেনহ্যাম। স্প্যানিশ লিগে আজ রয়েছে রিয়াল মাদ্রিদের খেলা। ডার্বি ম্যাচে তাদের সামনে অ্যাটলেটিকো মাদ্রিদ। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে জেতার মুখে শ্রীলঙ্কা। আজ চতুর্থ দিনেই শেষ হয়ে যেতে পারে খেলা।
ভারত বনাম বাংলাদেশ দ্বিতীয় টেস্ট, তৃতীয় দিন খেলা হবে?
বৃষ্টিতে জেরবার কানপুরে ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্ট। প্রথম দিন ৩৫ ওভার খেলা হলেও দ্বিতীয় দিন একটি বলও খেলা হয়নি। বাংলাদেশ প্রথম ইনিংসে ৩ উইকেটে ১০৭ রান তুলেছে। আজ তৃতীয় দিনের খেলা কি হবে? খেলা শুরু হওয়ার কথা সকাল ৯:৩০ থেকে। খেলা দেখা যাবে স্পোর্টস ১৮ চ্যানেল ও জিয়ো সিনেমা অ্যাপে।
মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের প্রস্তুতি ম্যাচ, হরমনপ্রীতদের খেলতে হবে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে
গ্রাফিক: সনৎ সিংহ।
মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ প্রস্তুতি ম্যাচ খেলতে নামছে ভারত। হরমনপ্রীত কউর, রিচা ঘোষদের খেলতে হবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। খেলা শুরু সন্ধ্যা ৭:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও হটস্টার অ্যাপে।
ইপিএলে খেলবে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, বিপক্ষে টটেনহ্যাম
ইংলিশ প্রিমিয়ার লিগে আজ রয়েছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের খেলা। বিপক্ষে টটেনহ্যাম। খেলা রাত ৯টা থেকে। আজ ইপিএলে আরও একটি ম্যাচ রয়েছে। ইপসউইচ টাউন খেলবে অ্যাস্টন ভিলার সঙ্গে। এই ম্যাচ সন্ধ্যা ৬:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও হটস্টার অ্যাপে।
স্প্যানিশ লিগে রিয়াল মাদ্রিদের খেলা, রয়েছে মোট চারটি ম্যাচ
স্প্যানিশ লিগে আজ রয়েছে রিয়াল মাদ্রিদের খেলা। ডার্বি ম্যাচে তাদের সামনে অ্যাটলেটিকো মাদ্রিদ। খেলা রাত ১২:৩০ থেকে। এ ছাড়াও রয়েছে আরও তিনটি ম্যাচ। সেল্টা ভিগো খেলবে জিরোনার সঙ্গে। খেলা বিকেল ৫:৩০ থেকে। সন্ধ্যা ৭:৪৫ থেকে অ্যাথলেটিক ক্লাব বনাম সেভিয়া ম্যাচ। রিয়াল বেটিস বনাম এসপানিয়ল ম্যাচ রাত ১০টা থেকে। খেলা দেখা যাবে জিএক্সআর ওয়েব সাইটে।
শ্রীলঙ্কা-নিউ জ়িল্যান্ড টেস্ট শেষ হয়ে যেতে পারে আজই
নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে জেতার মুখে শ্রীলঙ্কা। আজ চতুর্থ দিনেই শেষ হয়ে যেতে পারে খেলা। ফলো অন করতে নেমে নিউ জ়িল্যান্ড ৫ উইকেটে ১৯৯ রান তুলেছে। ইনিংস হার এড়াতে তাদের এখনও ৩১৫ রান করতে হবে। খেলা শুরু সকাল ৯:৪৫ থেকে। খেলা দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেলে।
সিরিজ় কাদের, শেষ ম্যাচে মুখোমুখি ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া
আজ ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া পঞ্চম এক দিনের ম্যাচ। পাঁচ ম্যাচের সিরিজ় এখন ২-২। প্রথম দু’টি ম্যাচ অস্ট্রেলিয়া জেতার পর শেষ দু’টি ম্যাচে জিতেছে ইংল্যান্ড। ঘুরে দাঁড়িয়েছে সিরিজ়ে। আজ কারা জিতবে সিরিজ়? খেলা শুরু বিকেল বিকেল ৩:৩০ থেকে। খেলা দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেল ও সোনি লিভ অ্যাপে।