Today’s Sports Events

অলিম্পিক্সে ভারতের সাতটি খেলা, শুরু গম্ভীরের পরীক্ষা, মোহনবাগানের ম্যাচে সূচনা ডুরান্ডের

অলিম্পিক্সে আজ ভারতের হকি ম্যাচ। ক্রিকেটে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচ। রয়েছে ডুরান্ড কাপ ফুটবলে মোহনবাগানের খেলাও।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২৭ জুলাই ২০২৪ ০৭:০৪
Share:

গ্রাফিক: সনৎ সিংহ।

আজ পুরোদমে শুরু হয়ে যাচ্ছে অলিম্পিক্স। মোট সাতটি খেলায় আজ নামছে ভারত। অন্য দিকে আজই শুরু গৌতম গম্ভীরের পরীক্ষা। ভারতীয় দলের কোচ হিসাবে প্রথম ম্যাচ গম্ভীরের। শুরু হয়ে যাচ্ছে ডুরান্ড কাপও। প্রথম ম্যাচে নামছে মোহনবাগান।

Advertisement

অলিম্পিক্সে নামছেন লক্ষ্য, রয়েছে ভারতের হকি ম্যাচ

অলিম্পিক্সে আজ একসঙ্গে সাতটি খেলায় শুরু হচ্ছে ভারতের অভিযান। ব্যাডমিন্টনে নামছেন লক্ষ্য সেন। শ্যুটিংয়ে নামছেন অন্যতম ফেবারিট মনু ভাখের। টেনিসে রয়েছে রোহন বোপান্নার খেলা। হকিতে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ। সব খেলা দেখা যাবে স্পোর্টস ১৮ চ্যানেলে। মোবাইলে খেলা দেখা যাবে জিয়ো সিনেমা অ্যাপে।

Advertisement

ব্যাডমিন্টন

লক্ষ্য সেন (সিঙ্গলস), সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি-চিরাগ শেট্টি (ডাবলস), তানিশা ক্রাস্তো-অশ্বিনী পোনাপ্পা (ডাবলস), দুপুর ১২:৫০

রোয়িং

বলরাজ পানওয়ার (পুরুষদের সিঙ্গলস স্কালস)

শ্যুটিং

১০ মিটার এয়ার রাইফেল মিক্সড টিম যোগ্যতা অর্জন (বেলা ১২:৩০)

অর্জুন সিংহ চিমা, সরবজ্যোৎ সিংহ (১০ মিটার এয়ার পিস্তল পুরুষদের যোগ্যতা অর্জন), দুপুর ২টো

মনু ভাখের, রিদম সাঙ্গোয়ান (১০ মিটার এয়ার পিস্তল মহিলাদের যোগ্যতা অর্জন), দুপুর ২টো

টেনিস

শ্রীরাম বালাজি-রোহন বোপান্না, বিকাল ৩:৩০

টেবিল টেনিস

হরমীত দেশাই, সন্ধ্যা ৭:১৫

হকি

ভারত-নিউ জ়িল্যান্ড (পুরুষ), রাত ৯টা

বক্সিং

প্রীতি (মহিলাদের ৫৪ কেজি), রাত ১১:৩০

শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজে শুরু হয়ে যাচ্ছে ভারতের নতুন কোচ গম্ভীরের পরীক্ষা

গ্রাফিক: সনৎ সিংহ।

আজ থেকে শুরু হয়ে যাচ্ছে ভারতীয় দলের শ্রীলঙ্কা সিরিজ। সেই সঙ্গে শুরু হচ্ছে জাতীয় দলের নতুন কোচ হিসাবে গৌতম গম্ভীরের পরীক্ষাও। আজ প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। সূর্যকুমার যাদবের নেতৃত্বে কেমন খেলবে ভারতীয় দল? প্রথম ম্যাচ সন্ধ্যা ৭টা থেকে। খেলা দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেলে। মোবাইলে খেলা দেখা যাবে সোনি লিভ অ্যাপে।

ডুরান্ড কাপ প্রথম দিনই মোহনবাগানের খেলা

ডুরান্ড কাপ ফুটবল শুরু হয়ে যাচ্ছে আজ থেকে। প্রথম দিনই নামছে মোহনবাগান। সবুজ-মেরুনের সামনে প্রথম ম্যাচে প্রতিপক্ষ ডাউনটাউন হিরোজ এফসি। যুবভারতীতে খেলা শুরু সন্ধ্যা ৬টা থেকে। খেলা দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেলে। মোবাইলে সম্প্রচার হবে সোনি লিভ অ্যাপে।

ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ টেস্টের দ্বিতীয় দিন

আজ ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় টেস্টের দ্বিতীয় দিন। প্রথম দু’টি টেস্টে জিতে সিরিজ জিতে নিয়েছে ইংল্যান্ড। এই টেস্ট নিয়মরক্ষার। খেলা শুরু বিকাল ৩:৩০ থেকে। খেলা দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেল ও সোনি লিভ অ্যাপে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement