Today’s sports events

সুন্দরের স্পিন-ভেল্কির পর ব্যাট হাতে জবাব দেওয়ার পালা বিরাটদের, আইএসএলে সুনীলের বেঙ্গালুরুর খেলা

সুন্দরের স্পিনে প্রথম দিনই অল আউট নিউ জ়িল্যান্ড। এ বার ব্যাট হাতে জবাব দেওয়ার পালা ভারতের। আইএসএলে সুনীল ছেত্রীর বেঙ্গালুরুর খেলা। রয়েছে ছোটদের এশিয়া কাপে ভারতের সেমিফাইনাল।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০২৪ ০৭:৪২
Share:

ওয়াশিংটন সুন্দরের স্পিনে প্রথম দিনই অল আউট হয়ে গিয়েছে নিউ জ়িল্যান্ড। এ বার ব্যাট হাতে জবাব দেওয়ার পালা ভারতের। রোহিত শর্মার উইকেট প্রথম দিনই হারিয়েছে ভারত। বিরাট কোহলিরা কী করবেন?

Advertisement

আইএসএলে আজ কেরালা ব্লাস্টার্স মুখোমুখি বেঙ্গালুরু এফসি-র। পয়েন্ট তালিকায় এখন শীর্ষে রয়েছে সুনীল ছেত্রীর বেঙ্গালুরু। রয়েছে ছোটদের এশিয়া কাপ ক্রিকেটে ভারতের সেমিফাইনাল। ইংল্যান্ড বনাম পাকিস্তান তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা।

সুন্দরের স্পিনে ধরাশায়ী নিউ জ়িল্যান্ড, বিরাটরা কী করবেন?

Advertisement

প্রথম টেস্টে দলেই ছিলেন না। দ্বিতীয় টেস্টে তাঁকে নেওয়া হয় এবং খেলানোও হয়। সাত উইকেট নিয়ে একাই নিউ জ়িল্যান্ডের প্রথম ইনিংস শেষ করলেন ওয়াশিংটন সুন্দর। প্রথম দিন কিউয়িদের প্রথম ইনিংস শেষ ২৫৯ রানে। দিনের শেষে রোহিত শর্মার উইকেট হারিয়ে ভারত ১৬ রান তুলেছে। আজ দ্বিতীয় দিনের খেলা শুরু সকাল ৯:৩০ থেকে। খেলা দেখা যাবে স্পোর্টস ১৮ চ্যানেল ও জিয়ো সিনেমা অ্যাপে।

আইএসএলে অপরাজিত থাকা সুনীল ছেত্রীর বেঙ্গালুরুর খেলা, প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্স

আইএসএলে আজ কেরালা ব্লাস্টার্স মুখোমুখি বেঙ্গালুরু এফসি-র। পয়েন্ট তালিকায় এখন শীর্ষে রয়েছে সুনীল ছেত্রীর বেঙ্গালুরু। তারাই এখনও পর্যন্ত এক মাত্র অপরাজিত দল। পাঁচ ম্যাচ খেলে চারটি জিতেছে, একটি ড্র করেছে বেঙ্গালুরু। কেরালা ব্লাস্টার্স কি হারাতে পারবে সুনীলদের? জিতলে মোহনবাগানকে টপকে যাবে কেরালা। খেলা সন্ধ্যা ৭:৩০ থেকে। খেলা দেখা যাবে স্পোর্টস ১৮ চ্যানেল ও জিয়ো সিনেমা অ্যাপে।

ছোটদের এশিয়া কাপ ক্রিকেটের সেমিতে ভারত বনাম আফগানিস্তান

ছোটদের এশিয়া কাপের ফাইনালে ওঠার লড়াইয়ে আজ নামছে ভারত। তিলক বর্মা-রমনদীপ সিংহদের খেলতে হবে আফগানিস্তানের বিরুদ্ধে। খেলা শুরু সন্ধ্যা ৭টা থেকে। তার আগে রয়েছে প্রথম সেমিফাইনাল। মুখোমুখি পাকিস্তান এবং শ্রীলঙ্কা। এই ম্যাচ দুপুর ২:৩০ থেকে। দু’টি ম্যাচই দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও হটস্টার অ্যাপে।

ইংল্যান্ড বনাম পাকিস্তান তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা

শুরু হয়েছে পাকিস্তান ও ইংল্যান্ডের মধ্যে তৃতীয় টেস্ট। প্রথম দিন ২৬৭ রানে অল আউট হয়ে গিয়েছে ইংল্যান্ড। স্বস্তিতে নেই পাকিস্তানও। আজ দ্বিতীয় দিনের খেলা শুরু সকাল ১০:৩০ থেকে। খেলা দেখা যাবে ফ্যান কোড অ্যাপে।



আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement