Today’s Sports Events

কলকাতা লিগে মহমেডানের খেলা, ভারতীয় ক্রিকেট দলের প্রস্তুতির খবর, আর কী কী

কলকাতা ফুটবল লিগে মহমেডানের খেলা। বিপক্ষে সুরুচি। শুক্রবার থেকে দ্বিতীয় টেস্ট ভারতের। কী ভাবে প্রস্তুতি সারছেন রোহিত শর্মারা? রয়েছে ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া এক দিনের ম্যাচ, স্প্যানিশ লিগ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৪ ০৬:৪৪
Share:

গ্রাফিক: সনৎ সিংহ।

কলকাতা ফুটবল লিগে আজ মহমেডানের খেলা। খেলতে হবে সুরুচি সঙ্ঘের বিরুদ্ধে। পয়েন্ট তালিকায় এই দু’টি দলই সবার শেষে রয়েছে। শুক্রবার থেকে বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট শুরু হচ্ছে ভারতের। কী ভাবে প্রস্তুতি সারছেন রোহিত শর্মারা? রয়েছে ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া এক দিনের ম্যাচ, স্প্যানিশ লিগ।

Advertisement

কলকাতা লিগে সুপার সিক্সে খেলতে নামছে মহমেডান

কলকাতা ফুটবল লিগে আজ সুপার সিক্সের ম্যাচে খেলবে মহমেডান। তাদের খেলতে হবে সুরুচি সঙ্ঘের বিরুদ্ধে। পয়েন্ট তালিকায় এই দু’টি দলই সবার শেষে রয়েছে। সুরুচির ১৫ ম্যাচে ২৪ পয়েন্ট। তারা পঞ্চম স্থানে। মহমেডান সমসংখ্যক ম্যাচে এক পয়েন্ট কম নিয়ে ষষ্ঠ স্থানে। আজ খেলা শুরু বিকেল ৩টে থেকে। খেলা দেখা যাবে জি ২৪ ঘণ্টা চ্যানেলে।

Advertisement

শুক্রবার থেকে শুরু ভারত বনাম বাংলাদেশ দ্বিতীয় টেস্ট, রোহিতের দলের প্রস্তুতির খবর

গ্রাফিক: সনৎ সিংহ।

বাংলাদেশের বিরুদ্ধে চেন্নাইয়ে প্রথম টেস্টে সহজে জেতার পর আত্মবিশ্বাসী ভারতীয় দল। শুক্রবার থেকে শুরু দ্বিতীয় টেস্ট। খেলা কানপুরে। রোহিত শর্মা, বিরাট কোহলিদের প্রস্তুতির সব খবর।

ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া তৃতীয় এক দিনের ম্যাচ

আজ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক দিনের সিরিজ়ে টিকে থাকার লড়াই ইংল্যান্ডের। পাঁচ ম্যাচের সিরিজ়ে প্রথম দু’টি ম্যাচ জিতে ২-০ ফলে এগিয়ে স্টিভ স্মিথ-ট্র্যাভিস হেডের অস্ট্রেলিয়া। আজ হেরে গেলেই সিরিজ়ও হারতে হবে জস বাটলার-জোফ্রা আর্চারের ইংল্যান্ডকে। খেলা শুরু বিকেল ৫টা থেকে। খেলা দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেল ও সোনি লিভ অ্যাপে।

স্প্যানিশ লিগ ফুটবলে আজ রাতে একই সময়ে জোড়া ম্যাচ

স্প্যানিশ লিগে আজ জু’টি ম্যাচ। সেভিয়া খেলবে ভাল্লাদোলিদের সঙ্গে। ভ্যালেন্সিয়া মুখোমুখি ওসাসুনার। দু’টি খেলাই রাত ১০:৩০ থেকে। খেলা দেখা যাবে জিএক্সআর ওয়েবসাইটে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement