Today’s Sports Events

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাক মহারণ, আইএসএল লিগ-শিল্ড জিততে পারবে মোহনবাগান? আর কী কী

চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুখোমুখি ভারত ও পাকিস্তান। দুবাইয়ের মাঠে সেই খেলা। আইএসএল লিগ-শিল্ড জেতার লক্ষ্যে নামবে মোহনবাগান। রয়েছে বিদেশি ফুটবলের খেলাও।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ০৬:১৯
Share:

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বড় ম্যাচ। মুখোমুখি ভারত-পাকিস্তান। দুবাইয়ের মাঠে সেই খেলা। ভারত-পাকিস্তান ম্যাচের সব খবর থাকবে। আইএসএল লিগ-শিল্ড জেতার লক্ষ্যে নামবে মোহনবাগান। থাকবে সেই খবরও। রয়েছে বিদেশি ফুটবলের খেলাও। নামবে লিভারপুল, ম্যাঞ্চেস্টার সিটি, রিয়াল মাদ্রিদ।

Advertisement

চ্যাম্পিয়ন্স ট্রফিতে মহারণ, মুখোমুখি ভারত-পাকিস্তান

২০২৩ সালের এক দিনের বিশ্বকাপের পর আবার ৫০ ওভারের খেলায় মুখোমুখি ভারত ও পাকিস্তান। চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুবাইয়ের মাঠে মুখোমুখি হবে দুই দল। ভারত আগের ম্যাচে বাংলাদেশকে হারিয়েছে। পাকিস্তাম আবার নিউ জ়িল্যান্ডের কাছে হেরেছে। ভারত যদি আজ জেতে, তা হলে সেমিফাইনাল প্রায় পাকা। অন্য দিকে পাকিস্তানের কাছে মরণ-বাঁচন ম্যাচ। কে জিতবে এই খেলায়? খেলা শুরু দুপুর আড়াইটে থেকে। সরাসরি দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

Advertisement

আইএসএলের লিগ-শিল্ড জিতে ভারতসেরা হতে পারবে মোহনবাগান?

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

পর পর দু’বার আইএসএলের লিগ-শিল্ড জেতার সুযোগ রয়েছে মোহনবাগানের। ঘরের মাঠেই সেই কীর্তি করতে পারে সবুজ-মেরুন। আজ ওড়িশা এফসিকে হারাতে পারলেই ৫০ পয়েন্ট হয়ে যাবে বাগানের। দু’ম্যাচ বাকি থাকতেই ভারতসেরা হবে তারা। সন্ধ্যা সাড়ে ৭টা থেকে শুরু খেলা। সরাসরি দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

প্রিমিয়ার লিগে মুখোমুখি লিভারপুল-ম্যাঞ্চেস্টার সিটি

প্রিমিয়ার লিগ জয়ের লক্ষ্যে এগোচ্ছে লিভারপুল। পয়েন্ট তালিকার শীর্ষে তারা। ম্যাঞ্চেস্টার সিটি রয়েছে চার নম্বরে। আজ মুখোমুখি দুই দল। রাত ১০টা থেকে শুরু খেলা। সরাসরি দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেলে। আরও একটি ম্যাচ রয়েছে। নিউক্যাসলের বিরুদ্ধে খেলতে নামবে নটিংহ্যাম ফরেস্ট।

লা লিগায় টান টান লড়াই, খেলবে রিয়াল মাদ্রিদ

লা লিগায় টান টান লড়াই চলছে। বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ ও আতলেতিকো মাদ্রিদ, তিন দলেরই সুযোগ রয়েছে জেতার। আজ নামবে রিয়াল মাদ্রিদ। প্রতিপক্ষ জিরোনা। রাত পৌনে ন’টা থেকে শুরু খেলা। তা ছাড়া আরও কয়েকটি ম্যাচ রয়েছে। অ্যাথলেটিক ক্লাব খেলবে ভালাদোলিদের বিরুদ্ধে। গেটাফে খেলবে রিয়াল বেটিসের বিরুদ্ধে। রিয়াল সোসিয়াদাদের ম্যাচ রয়েছে লেগানেসের বিরুদ্ধে। খেলা সরাসরি দেখা যাবে gxr.world অ্যাপে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement