Today’s Sports Events

শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি, ভারতের ম্যাচ কাল, সব খবর, আইএসএলে চাপ বাড়বে ইস্টবেঙ্গলের?

প্রতিক্ষার অবসান। আজ থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেট। প্রথম ম্যাচে মুখোমুখি পাকিস্তান-নিউ জ়িল্যান্ড। কাল অভিযান শুরু ভারতের। বিপক্ষে বাংলাদেশ। রোহিতদের সব খবর। রয়েছে আইএসএলের ম্যাচ, চ্যাম্পিয়ন্স লিগ ফুটবল, রঞ্জির দু’টি সেমিফাইনাল।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ০৬:২৫
Share:

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

প্রতিক্ষার অবসান। আজ থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেট। প্রথম ম্যাচে মুখোমুখি আয়োজক দেশ পাকিস্তান। বাবর আজ়মদের বিপক্ষে নিউ জ়িল্যান্ড।

Advertisement

কাল অভিযান শুরু করবে ভারত। বাংলাদেশের বিরুদ্ধে নামার আগে কী ভাবে প্রস্তুতি সারছে রোহিত শর্মার দল? বাংলাদেশেরই বা পরিকল্পনা কী? রয়েছে আইএসএলের ম্যাচ। এই ম্যাচের উপর অনেকটাই নির্ভর করবে ইস্টবেঙ্গলের ভাগ্য। থাকছে চ্যাম্পিয়ন্স লিগ ফুটবল এবং রঞ্জি ট্রফির দু’টি সেমিফাইনাল।

শুরু চ্যাম্পিয়ন্স ট্রফি, প্রথম দিন লড়াইয়ে পাকিস্তান, নিউ জ়িল্যান্ড

Advertisement

আজ থেকে শুরু হয়ে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেট প্রতিযোগিতা। প্রথম ম্যাচে নামছে আয়োজক দেশ পাকিস্তান। বিপক্ষে নিউ জ়িল্যান্ড। করাচিতে খেলা। ভারতীয় সময় দুপুর ২:৩০ থেকে খেলা শুরু। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও হটস্টার অ্যাপে।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দলের খবর, বাংলাদেশের বিরুদ্ধে নামার আগে কী বলছেন রোহিত?

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত অভিযান শুরু করছে কাল। বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ দিয়ে প্রতিযোগিতা শুরু করছে রোহিত শর্মার দল। ম্যাচের আগে কী ভাবে প্রস্তুতি সারছে দুই দল? ম্যাচ নিয়ে কী বলছেন দুই অধিনায়ক? সব খবর।

আইএসএলে মুম্বই জিতলে চাপ বাড়বে ইস্টবেঙ্গলের উপর

আইএসএলে আজ হায়দরাবাদ বনাম মুম্বই ম্যাচ। এই ম্যাচে মুম্বই জিতলে প্রথম ছয়ে থাকার ক্ষেত্রে চাপ বাড়বে ইস্টবেঙ্গলের উপর। লাল-হলুদের এখন ২০ ম্যাচে ২১ পয়েন্ট। তারা ১১ নম্বরে। মুম্বই ২০ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে। আজ জিতলে মুম্বই তিন ধাপ টপকে তৃতীয় স্থানে চলে যাবে। খেলা শুরু সন্ধ্যা ৭:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস ও জিয়ো হটস্টার অ্যাপে।

চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলে চার ম্যাচ, রয়েছে রিয়াল বনাম ম্যাঞ্চেস্টার সিটি

চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলে আজ চারটি ম্যাচ। রয়েছে রিয়াল মাদ্রিদ-ম্যাঞ্চেস্টার সিটি ম্যাচ। খেলা রাত ১:৩০ থেকে। একই সময়ে পিএসজি-ব্রেস্ট এবং পিএসভি-জুভেন্টাস ম্যাচ। রাত ১১:১৫ থেকে ডর্টমুন্ড-স্পোর্টিং ম্যাচ। খেলা দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেল ও সোনি লিভ অ্যাপে।

রঞ্জি ট্রফির দু’টি সেমিফাইনাল, তৃতীয় দিনের খেলার খবর

চলছে রঞ্জি ট্রফির দু’টি সেমিফাইনাল। আমদাবাদে গুজরাত খেলছে কেরলের বিরুদ্ধে। নাগপুরে বিদর্ভ মুখোমুখি মুম্বইয়ের। আজ তৃতীয় দিনের খেলা। দু’টি ম্যাচই শুরু সকাল ৯:৩০ থেকে। খেলা দেখা যাবে জিয়োহটস্টার অ্যাপে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement