Today’s Sports Events

আইএসএলে প্রথম নামছে মহমেডান, হকির সেমিতে নামবেন হরমনরা, চোখ রোহিতদের প্রস্তুতিতেও

আইএসএলের ইতিহাসে প্রথম বার খেলতে নামবে মহমেডান। সাদা-কালো ব্রিগেড জিতেই শুরু করতে চাইবে আইএসএল অভিযান। হকি দল নামবে এশিয়ান হকির সেমিফাইনালে। ভারত এবং বাংলাদেশের প্রস্তুতির খবরের দিকেও নজর থাকবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৪ ০৭:০৯
Share:

গ্রাফিক: সনৎ সিংহ।

আইএসএলের ইতিহাসে প্রথম বার খেলতে নামবে মহমেডান। গত বার আই লিগ জেতায় এ বার আইএসএলের যোগ্যতা অর্জন করেছে তারা। সাদা-কালো ব্রিগেড জিতেই শুরু করতে চাইবে আইএসএল অভিযান।

Advertisement

হকি দলের কাছেও বিশেষ দিন। তারা এশিয়ান হকির সেমিফাইনালে নামবে। জিতলেই হরমনপ্রীত সিংহেরা ফাইনালে উঠে পড়বেন। এ ছাড়া, ভারত এবং বাংলাদেশের প্রস্তুতি এবং সেই সংক্রান্ত খবরের দিকে নজর থাকবে।

আইএসএলে প্রথম বার নামছে মহমেডান স্পোর্টিং

Advertisement

কলকাতার দুই প্রধান আগেই আইএসএলে খেলে ফেলেছে। সোমবার আইএসএলের ইতিহাসে প্রথম বার নামছে মহমেডান স্পোর্টিং। কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে তাদের প্রতিপক্ষ নর্থইস্ট ইউনাইটেড এফসি। আন্দ্রে চের্নিশভের ছেলেরা জিতে শুরু করতে পারবেন? সন্ধ্যা ৭.৩০টা থেকে শুরু খেলা। দেখা যাবে স্পোর্টস ১৮-৩ চ্যানেল এবং জিয়ো সিনেমা অ্যাপে।

এশীয় হকির সেমিফাইনালে ভারত নামবে কোরিয়ার বিরুদ্ধে, জিতবেন হরমনরা?

গ্রাফিক: সনৎ সিংহ।

গ্রুপের চারটি ম্যাচেই জিতে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে উঠে গিয়েছে ভারত। সোমবার তারা খেলতে নামবে কোরিয়ার বিরুদ্ধে। গ্রুপ পর্বে এই দলকে হারিয়েছিলেন হরমনপ্রীতরা। সোমবার জিতলে ফাইনালে উঠবে। খেলা শুরু বিকেল ৩.৩০টা থেকে। দেখা যাবে সোনি নেটওয়ার্কের চ্যানেল এবং সোনি লিভ অ্যাপে।

বাংলাদেশ সিরিজ়ের আগে অনুশীলন ভারতীয় দলের

বাংলাদেশ সিরিজ় শুরুর আগে চতুর্থ দিনের অনুশীলনে নামবে ভারত। গত তিন দিনই জোরকদমে অনুশীলন করেছে তারা। চতুর্থ দিনও মরিয়া হয়ে অনুশীলন করতে তৈরি বিরাট কোহলি, রোহিত শর্মারা। সেই খবরের দিকে চোখ থাকবে।

ভারতে এসে প্রথম বার অনুশীলনে বাংলাদেশ

রবিবার দুপুরে চেন্নাই পৌঁছে গিয়েছে বাংলাদেশ। সোমবার থেকে অনুশীলনে নামবে তারা। ভারতকে দু’টি ম্যাচেই হারানোর দাবি করেছেন বাংলাদেশ অধিনায়কের। পড়শি দেশের খবরের দিকে নজর থাকবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement