—ফাইল চিত্র।
অবশেষে প্রস্তুতি ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়েছে ভারত। তবে কোনও প্রতিপক্ষ নেই। বিরাট কোহলি, যশপ্রীত বুমরারা নিজেদের মধ্যেই ম্যাচ খেলে প্রথম টেস্টের প্রস্তুতি সারবেন। ভারতীয় দলের সব খবর।
রঞ্জিতে প্রথম দিনই চাপে বাংলা। ২২৮ রানে শেষ হয়ে গিয়েছে বাংলার ইনিংস। জবাবে দিনের শেষে মধ্যপ্রদেশ ১ উইকেটে ১০৩ রান তুলেছে। উইকেট পাননি মহম্মদ শামি। আজ দ্বিতীয় দিনের খেলা। উয়েফা নেশনস লিগে রয়েছে আটটি ম্যাচ। খেলবে ইটালি, ইংল্যান্ড, ফ্রান্স। রয়েছে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে ব্রাজিলের ম্যাচ।
নিজেদের মধ্যে অনুশীলন ম্যাচ খেলবেন কোহলিরা, সব খবর
অস্ট্রেলিয়ায় ভারত এ দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচ বাতিল করে দিয়েছে ভারতীয় দল। এখন শোনা যাচ্ছে প্রথম টেস্ট যেখানে হবে, সেই পার্থেই নিজেদের মধ্যে অনুশীলন ম্যাচ খেলবেন বিরাট কোহলিরা। সেই ম্যাচে দর্শক থাকুক, চাইছে না ভারতীয় ক্রিকেট বোর্ড। কাল থেকে খেলা শুরু হওয়ার কথা। ভারতীয় দলের সব খবর।
রঞ্জিতে প্রথম দিন ১০ ওভার বল করে উইকেট নেই মহম্মদ শামির, দ্বিতীয় দিন সফল হবেন?
গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।
রঞ্জি ট্রফিতে প্রথম দিনই চাপে বাংলা। ২২৮ রানে শেষ হয়ে গিয়েছে বাংলার ইনিংস। জবাবে দিনের শেষে মধ্যপ্রদেশ ১ উইকেটে ১০৩ রান তুলেছে। মহম্মদ শামি প্রায় এক বছর পর মাঠে ফিরেছেন। ১০ ওভার বল করে ৩৪ রান দিয়ে কোনও উইকেট পাননি তিনি। আজ দ্বিতীয় দিনের খেলা শুরু সকাল ৯:৩০ থেকে।
বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে ব্রাজিল বনাম ভেনেজুয়েলা খেলা
বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে আজ খেলতে নামছে ব্রাজিল। বিপক্ষে ভেনেজুয়েলা। ১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নেরা। লাতিন আমেরিকার গ্রুপ থেকে ১০টি দলের মধ্যে প্রথম ছ’টি দল সরাসরি ২০২৬ সালের বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে। খেলা রাত ২:৩০ থেকে।
উয়েফা নেশনস লিগ ফুটবলে ইটালি, ইংল্যান্ড, ফ্রান্সের ম্যাচ
ইউরোপের ফুটবলে নেশনস লিগে আজ রয়েছে আটটি ম্যাচ। খেলবে ইটালি, ইংল্যান্ড, ফ্রান্স। ইংল্যান্ডের সামনে গ্রিস। ইটালি খেলবে বেলজিয়ামের সঙ্গে। ফ্রান্স মুখোমুখি ইজ়রায়েলের। তিনটি ম্যাচই রাত ১:১৫ থেকে। একই সময়ে রয়েছে আয়ারল্যান্ড-ফিনল্যান্ড, স্লোভেনিয়া-নরওয়ে, নর্থ ম্যাসিডোনিয়া-লাটভিয়া ম্যাচ। তার আগে রাত ৮:৩০ থেকে রয়েছে কাজাখস্তান-অস্ট্রিয়া ম্যাচ এবং রাত ১০:৩০ থেকে রয়েছে আর্মেনিয়া-ফ্যারো আইল্যান্ড খেলা। সব খেলা দেখা যাবে সোনি লিভ অ্যাপে।
ইউরোপের ফুটবলে নেশনস লিগে আজ রয়েছে আটটি ম্যাচ। খেলবে ইটালি, ইংল্যান্ড, ফ্রান্স। ইংল্যান্ডের সামনে গ্রিস। ইটালি খেলবে বেলজিয়ামের সঙ্গে। ফ্রান্স মুখোমুখি ইজ়রায়েলের। তিনটি ম্যাচই রাত ১:১৫ থেকে। একই সময়ে রয়েছে আয়ারল্যান্ড-ফিনল্যান্ড, স্লোভেনিয়া-নরওয়ে, নর্থ ম্যাসিডোনিয়া-লাটভিয়া ম্যাচ। তার আগে রাত ৮:৩০ থেকে রয়েছে কাজাখস্তান-অস্ট্রিয়া ম্যাচ এবং রাত ১০:৩০ থেকে রয়েছে আর্মেনিয়া-ফ্যারো আইল্যান্ড খেলা। সব খেলা দেখা যাবে সোনি লিভ অ্যাপে।