Today’s Sports Events

ভারত-অস্ট্রেলিয়া টেস্টের সব খবর, মোহনবাগানের সামনে কেরালা, আরও একটি টেস্ট, আর কী কী

ব্রিসবেনে ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট শুরু। সব খবর। আইএসএলে মোহনবাগান-কেরালা ব্লাস্টার্স ম্যাচ। শুরু হচ্ছে নিউ জ়িল্যান্ড-ইংল্যান্ড তৃতীয় টেস্টও। রয়েছে লিভারপুল, আর্সেনাল, রিয়াল মাদ্রিদের খেলা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৪ ০৬:৩১
Share:

—ফাইল চিত্র।

ব্রিসবেনে আজ থেকে ভারত বনাম অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট শুরু। কারা এগোতে পারবে সিরিজ়ে? এখন ফল ১-১। অস্ট্রেলিয়া তাদের প্রথম একাদশ জানিয়ে দিয়েছে। রোহিত শর্মারা কি দলে কোনও পরিবর্তন করবেন?

Advertisement

আইএসএলে আজ আবার নামছে মোহনবাগান। যুবভারতীতে খেলা কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে। পয়েন্ট নষ্ট করলেই চাপে পড়বে বাগান। তারা কি পারবে পুরো তিন পয়েন্ট তুলে নিতে? আজ থেকে শুরু হচ্ছে নিউ জ়িল্যান্ড বনাম ইংল্যান্ড তৃতীয় টেস্টও। থাকছে দক্ষিণ আফ্রিকা-পাকিস্তান টি-টোয়েন্টি ম্যাচ। ফুটবলে রয়েছে লিভারপুল, আর্সেনাল, রিয়াল মাদ্রিদের খেলা।

ভারত বনাম অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট, ব্রিসবেনের সব খবর

Advertisement

আজ থেকে শুরু ভারত বনাম অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট। ব্রিসবেনে খেলা। পার‌্থে প্রথম টেস্টে যশপ্রীত বুমরার অধিনায়কত্বে জিতেছিল ভারত। অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টে রোহিত শর্মা নেতৃত্ব দিয়েছেন। সেই টেস্টে হেরেছে ভারত। এখন পাঁচ ম্যাচের সিরিজ়ের ফল ১-১। বাকি সিরিজ়ে রোহিতই অধিনায়কত্ব করবেন। আজ খেলা শুরু ভোর ৫:৫০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও হটস্টার অ্যাপে।

আইএসএলে মোহনবাগানের খেলা, বিপক্ষ কেরালা, পয়েন্টে বেঙ্গালুরুকে টপকাতে পারবেন পেত্রাতোসেরা?

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

আইএসএলে আজ একাদশ ম্যাচ খেলতে নামছে মোহনবাগান। ২৩ পয়েন্ট নিয়ে তারাই শীর্ষে। সবুজ-মেরুনের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বেঙ্গালুরু। তাদেরও ২৩ পয়েন্ট। তবে সুনীল ছেত্রীর দল একটি ম্যাচ বেশি খেলেছে। দিমিত্রি পেত্রাতোসদের সামনে আজ কেরালা ব্লাস্টার্স। পয়েন্ট নষ্ট করলেই চাপে পড়বে বাগান। তারা কি পারবে পুরো তিন পয়েন্ট তুলে নিতে? যুবভারতীতে খেলা শুরু সন্ধ্যা ৭:৩০ থেকে। খেলা দেখা যাবে স্পোর্টস ১৮ ও স্টার স্পোর্টস চ্যানেল এবং জিয়ো সিনেমা অ্যাপে।

শুরু হচ্ছে নিউ জ়িল্যান্ড বনাম ইংল্যান্ড টেস্ট, প্রথম দিনের খেলা

চলছে নিউ জ়িল্যান্ড বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজ়। তিন ম্যাচের সিরিজ়ে আজ থেকে তৃতীয় টেস্ট। প্রথম দু’টি টেস্ট জিতে ইংল্যান্ড ইতিমধ্যেই সিরিজ় জিতে নিয়েছে। তবু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে এই টেস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। খেলা শুরু ভোর ৩:৩০ থেকে। খেলা দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেল ও সোনি লিভ অ্যাপে।

দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান সিরিজ়ের তৃতীয় টি২০ ম্যাচ

চলছে দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তানের টি-টোয়েন্টি সিরিজ়। আজ তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ। খেলা শুরু রাত ৯:৩০ থেকে। খেলা দেখা যাবে স্পোর্টস ১৮ চ্যানেল ও জিয়ো সিনেমা অ্যাপে।

ইপিএলে পাঁচ ম্যাচ, খেলবে আর্সেনাল, লিভারপুল

ইংলিশ প্রিমিয়ার লিগে আজ পাঁচটি ম্যাচ। খেলবে আর্সেনাল, লিভারপুল। আর্সেনালের বিপক্ষে এভার্টন। লিভারপুল খেলবে ফুলহ্যামের বিরুদ্ধে। দু’টি খেলাই রাত ৮:৩০ থেকে। একই সময়ে রয়েছে উলভস-ইপসউইচ টাউন, নিউক্যাসল-লিস্টার সিটি খেলা। রাত ১১টা থেকে রয়েছে নটিংহ্যাম ফরেস্ট-অ্যাস্টন ভিলা ম্যাচ। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও হটস্টার অ্যাপে।

লা লিগায় রাতে রিয়াল মাদ্রিদের খেলা

স্প্যানিশ লিগে আজ রাতে রিয়াল মাদ্রিদের ম্যাচ। বিপক্ষে রায়ো ভালেকানো। খেলা রাত ১:৩০ থেকে। এই ম্যাচে জিতলে বার্সেলোনাকে টপকে শীর্ষে চলে আসবে রিয়াল। বার্সার ১৭ ম্যাচে ৩৮ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে রিয়াল ৩৬ পয়েন্টে রয়েছে। তার আগে রয়েছে আরও তিনটি ম্যাচ। এসপানিয়ল-ওসাসুনা সন্ধ্যা ৬:৩০ থেকে, মায়োরকা-জিরোনা রাত ৮:৪৫ থেকে, সেভিয়া-সেল্টা ভিগো রাত ১১টা থেকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement