Today’s Sports Events

দলীপে দলকে জেতাবেন কেকেআরের দুই তারকা? ফুটবলে ব্রাজিল, ইংল্যান্ড, জার্মানির খেলা

দলীপে জেতার জায়গায় ভারত ডি। আজ কি জিতবে তারা? বিশ্বকাপ ফুটবলের যোগ্যতা অর্জন পর্বে ব্রাজিলের খেলা। উয়েফা নেশনস লিগে খেলবে ইংল্যান্ড, নেদারল্যান্ডস, জার্মানি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৪ ০৭:২৯
Share:

গ্রাফিক: সনৎ সিংহ।

দলীপ ট্রফিতে আজ ফয়সালা হয়ে যেতে পারে ভারত সি বনাম ভারত ডি ম্যাচের। জেতার মতো জায়গায় ভারত ডি। সফল হয়েছেন কেকেআরের দুই ক্রিকেটার শ্রেয়স আয়ার, হর্ষিত রানা। আজ জয়ের লক্ষ্যে নামছে তারা।

Advertisement

বিশ্বকাপ ফুটবলের যোগ্যতা অর্জন পর্বে দক্ষিণ আমেরিকার গ্রুপে রয়েছে ব্রাজিলের খেলা। বিপক্ষে ইকুয়েডর। উয়েফা নেশনস লিগে আজ ন’টি ম্যাচ। খেলবে ইংল্যান্ড, নেদারল্যান্ডস, জার্মানির মতো বড় দলগুলি। রয়েছে ইংল্যান্ড-শ্রীলঙ্কা টেস্ট, প্যারালিম্পিক্স, ইউএস ওপেন।

দলীপে দলকে জেতাতে পারবেন কেকেআরের শ্রেয়স এবং হর্ষিত?

Advertisement

দলীপ ট্রফিতে ভারত সি দলের বিরুদ্ধে ভাল জায়গায় ভারত ডি দল। দলকে ভাল জায়গায় পৌঁছে দিয়েছেন কেকেআরের দুই ক্রিকেটার শ্রেয়স আয়ার ও হর্ষিত রানা। শ্রেয়স ৫৪ রান করেছেন, রানা নিয়েছেন ৪ উইকেট। ২০২ রানে এগিয়ে ভারত ডি। হাতে ২ উইকেট। আজ জেতার জন্য আবার হর্ষিতের দিকে তাকিয়ে তারা। চার দিনের ম্যাচের তৃতীয় দিনের খেলা শুরু সকাল ৯:৩০ থেকে। খেলা দেখা যাবে জিয়ো সিনেমা অ্যাপে। অন্য ম্যাচে লড়াই ভারত এ বনাম ভারত বি। এই ম্যাচে দ্বিতীয় দিনের শেষে উইকেটে রয়েছেন কেএল রাহুল। এই ম্যাচও শুরু সকাল ৯:৩০ থেকে। খেলা দেখা যাবে স্পোর্টস ১৮ চ্যানেল ও জিয়ো সিনেমা অ্যাপে।

বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে খেলতে নামছে ব্রাজিল, নামছে উরুগুয়ে, কলম্বিয়াও

গ্রাফিক: সনৎ সিংহ।

আজ বিশ্বকাপ ফুটবলের যোগ্যতা অর্জন পর্বে দক্ষিণ আমেরিকার গ্রুপে রয়েছে ব্রাজিলের খেলা। বিপক্ষে ইকুয়েডর। খেলা ভোর ৬:৩০ থেকে। তার আগে ভোর ৫টা থেকে রয়েছে উরুগুয়ে-প্যারাগুয়ে ম্যাচ। সকাল ৭টায় পেরু-কলম্বিয়া ম্যাচ।

উয়েফা নেশনস লিগে ইংল্যান্ড, নেদারল্যান্ডস, জার্মানির ম্যাচ

উয়েফা নেশনস লিগে আজ ন’টি ম্যাচ। খেলবে ইংল্যান্ড, নেদারল্যান্ডস, জার্মানির মতো বড় দলগুলি। ইংল্যান্ডের সামনে আয়ারল্যান্ড। খেলা রাত ৯:৩০ থেকে। একই সময়ে আর্মেনিয়া-লাটভিয়া, জর্জিয়া-চেকিয়া, মলডোভা-মাল্টা ম্যাচ। নেদারল্যান্ডস খেলবে বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনার সঙ্গে। জার্মানির লড়াই হাঙ্গেরির সঙ্গে। এই দু’টি ম্যাচ রাত ১২:১৫ থেকে। একই সময়ে রয়েছে ইউক্রেন-আলবেনিয়া ও গ্রিস-ফিনল্যান্ড ম্যাচ। সব ম্যাচ সোনি স্পোর্টস চ্যানেল ও সোনি লিভ অ্যাপে।

ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কা তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা

শুরু হয়ে গিয়েছে ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কা তৃতীয় টেস্ট। আজ দ্বিতীয় দিনের খেলা। অলি পোপ, জো রুটদের সঙ্গে ধনঞ্জয় ডিসিলভা-দীনেশ চণ্ডিমালদের লড়াই বিকেল ৩:৩০ থেকে। খেলা দেখা যাবে সোনি লিভ অ্যাপে।

প্যারালিম্পিক্সে রেকর্ড গড়া ভারত আরও পদক পাবে?

প্যারালিম্পিক্সে ভারতীয়দের পারফরম্যান্স ছাপিয়ে গিয়েছে অলিম্পিক্সের পারফরম্যান্সকে। শনিবার কি আরও পদক আসতে পারে? দুপুর ১২টায় প্যারালিম্পিক্সের সম্প্রচার শুরু। খেলা দেখা যাবে ডিডি স্পোর্টস চ্যানেলে।

ইউএস ওপেন টেনিসে মহিলাদের ফাইনাল

বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম ইউএস ওপেনে আজ মহিলাদের ফাইনাল। মুখোমুখি দ্বিতীয় বাছাই আরিনা সাবালেঙ্কা ও ষষ্ঠ বাছাই জেসিকা পেগুলা। কার হাতে উঠবে এ বারের ইউএস ওপেন ট্রফি? খেলা শুরু রাত ১:৩০ থেকে। খেলা দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেল ও সোনি লিভ অ্যাপে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement