গ্রাফিক: সনৎ সিংহ।
আজ আইএসএলের ঢাকে কাঠি পড়ছে। ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহমেডান-সহ সাত দলকে নিয়ে কলকাতায় হবে ‘মিডিয়া ডে কিক অফ’ অনুষ্ঠান।
ঘরের মাঠে বাংলাদেশের কাছে দুই টেস্টের সিরিজ়ে ০-২ ফলে হেরেছে পাকিস্তান। কোন পথে যাচ্ছে বাবরদের দেশের ক্রিকেট? রয়েছে প্যারালিম্পিক্স, ইউএস ওপেন।
আইএসএলে কিক অফের আগে কিক অফ! শহরে থাকছে সাত দল
আইএসএল শুরু হচ্ছে ১৩ সেপ্টেম্বর। কিন্তু তার আগ আজ কলকাতায় হয়ে যাচ্ছে ‘মিডিয়া ডে কিক অফ’। উপস্থিত থাকবে ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহমেডান-সহ সাত দল। অনুষ্ঠান শুরু সকাল ১০:৩০ থেকে।
ঘরের মাঠে বাংলাদেশের কাছে হার পাকিস্তানের, যত হার তত বিতর্ক, কোন পথে বাবরদের ক্রিকেট?
গ্রাফিক: সনৎ সিংহ।
বাংলাদেশের কাছে দ্বিতীয় টেস্টেও হারল পাকিস্তান। দুই টেস্টের সিরিজ়ে ০-২ ফলে হারল তারা। ঘরের মাঠে ৭০ বছরের ইতিহাসে এই নিয়ে মাত্র দু’বার টেস্ট সিরিজ়ে চুনকাম হল পাকিস্তান। হারের সঙ্গে পাকিস্তানের ক্রিকেটে পাল্লা দিয়ে বাড়ছে বিতর্ক। কোন পথে যাচ্ছে সে দেশের ক্রিকেট?
প্যারালিম্পিক্সের সপ্তম দিন, আরও পদক আসবে ভারতে?
প্যারালিম্পিক্সে ভারতীয়দের পারফরম্যান্স ছাপিয়ে গিয়েছে অলিম্পিক্সের পারফরম্যান্সকে। বুধবার কি আরও পদক আসতে পারে? দুপুর ১২টায় প্যারালিম্পিক্সের সম্প্রচার শুরু। খেলা দেখা যাবে ডিডি স্পোর্টস চ্যানেলে।
ইউএস ওপেন টেনিসের কোয়ার্টার ফাইনাল ম্যাচ
বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম ইউএস ওপেন আজ দশম দিনে পড়ছে। পর পর অঘটন ঘটছে এ বারের ইউএস ওপেনে। আজও কি অঘটন হবে? আজ রয়েছে কোয়ার্টার ফাইনালের ম্যাচ। খেলা শুরু রাত ৮:৩০ থেকে। খেলা দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেল ও সোনি লিভ অ্যাপে।