Today’s Sports Events

বিতর্কে জর্জরিত ভারতীয় দলের সব খবর, রয়েছে মোহনবাগানের ম্যাচ, আর কী কী

বিতর্কের মধ্যে শুক্রবার থেকে সিরিজ়ের শেষ টেস্ট খেলতে নামছে ভারত। রোহিত-কোহলিদের সব খবর। আইএসএলে মোহনবাগান-হায়দরাবাদ ম্যাচ। থাকছে জিম্বাবোয়ে-আফগানিস্তান দ্বিতীয় টেস্ট, নিউ জ়িল্যান্ড-শ্রীলঙ্কা তৃতীয় টি২০ ম্যাচ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০২৫ ০৬:২৫
Share:

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

মেলবোর্নে হারতেই ভারতীয় দলে শুরু হয়েছে একাধিক বিতর্ক। রেগে গিয়েছেন কোচ গৌতম গম্ভীর। রোহিত শর্মাকে নিয়ে খুশি নন দলের কেউ কেউ। এই পরিস্থিতিতে শুক্রবার থেকে সিরিজ়ের শেষ টেস্ট খেলতে নামছে ভারত। রোহিত-কোহলিদের সব খবর।

Advertisement

আজ আইএসএলে মোহনবাগানের সামনে হায়দরাবাদ এফসি। যুবভারতীতে জিতলে এক ম্যাচ বেশি খেলে বেঙ্গালুরুর থেকে পাঁচ পয়েন্টে এগিয়ে যাবেন জেসন কামিন্সেরা। ম্যাচের সব খবর। থাকছে জিম্বাবোয়ে-আফগানিস্তান দ্বিতীয় টেস্ট, নিউ জ়িল্যান্ড-শ্রীলঙ্কা তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ।

বিতর্কের মধ্যেই শুক্রবার থেকে টেস্ট ভারতীয় দলের, সব খবর

Advertisement

ভারতীয় দলে বিতর্ক শুরু হয়েছে। মেলবোর্ন টেস্টে হারতেই ক্ষুব্ধ কোচ। গৌতম গম্ভীর ধমক দিয়েছেন কয়েক জন ক্রিকেটারকে। শোনা যাচ্ছে বেশ কয়েক জন ক্রিকেটার আবার খুশি নন অধিনায়ক রোহিত শর্মাকে নিয়ে। এই সব বিতর্ককে সঙ্গী করেই কাল সিডনিতে সিরিজ়ের পঞ্চম টেস্ট খেলতে নামছেন রোহিত শর্মা-বিরাট কোহলিরা। ভারতীয় দলের সব খবর।

নতুন বছরে প্রথম ম্যাচ খেলতে নামছে মোহনবাগান, আইএসএলে যুবভারতীতে বিপক্ষে হায়দরাবাদ

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

আজ বছরের দ্বিতীয় দিনেই অভিযান শুরু করছে মোহনবাগান। আইএসএলে সবুজ-মেরুনের সামনে হায়দরাবাদ এফসি। যুবভারতীতে আজ জিতলে এক ম্যাচ বেশি খেলে বেঙ্গালুরুর থেকে পাঁচ পয়েন্টে এগিয়ে যাবেন জেসন কামিন্সেরা। খেলা শুরু সন্ধ্যা ৭:৩০ থেকে। খেলা দেখা যাবে স্পোর্টস ১৮ ও স্টার স্পোর্টস চ্যানেল এবং জিয়ো সিনেমা অ্যাপে।

জিম্বাবোয়ে বনাম আফগানিস্তান দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা

আজ থেকে শুরু হচ্ছে জিম্বাবোয়ে ও আফগানিস্তানের মধ্যে দ্বিতীয় টেস্ট। প্রথম টেস্ট ড্র হয়েছে। রেকর্ড রান হয়েছে সেই টেস্টে। এই টেস্টে কী হবে? খেলা শুরু দুপুর ১:৩০ থেকে।

নিউ জ়িল্যান্ড বনাম শ্রীলঙ্কা তৃতীয় টি২০, ৩-০ করতে পারবেন কিউয়িরা?

আজ নিউ জ়িল্যান্ড বনাম শ্রীলঙ্কা তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ। প্রথম দু’টি ম্যাচে জিতে সিরিজ় পকেটে পুরে নিয়েছে নিউ জ়িল্যান্ড। আজ জিতলে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করবে তারা। খেলা শুরু ভোর ৫:৪৫ থেকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement