গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।
আইএসএলে আজ যুবভারতীতে মুখোমুখি মোহনবাগান ও মহমেডান। লড়াই ফার্স্ট বয়ের সঙ্গে লাস্ট বয়ের। তার আগে রয়েছে বেঙ্গালুরু-পঞ্জাব ম্যাচ। আইএসএলে চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে দু’টি ম্যাচই গুরুত্বপূর্ণ।
ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ়ে চারটি ম্যাচ শেষ। চতুর্থ ম্যাচে কেমন হল সূর্যকুমার যাদবদের পারফরম্যান্স? থাকছে ভারতীয় দলের সব খবর। রয়েছে বিরাট কোহলির রঞ্জি ম্যাচ। ফুটবলে থাকছে লিভারপুল, রিয়াল মাদ্রিদের খেলা।
আবার কলকাতা ডার্বি, লড়াই মোহনবাগান বনাম মহমেডানের
আইএসএলে আজ আবার কলকাতা ডার্বি। যুবভারতীতে মুখোমুখি মোহনবাগান ও মহমেডান। লড়াই ফার্স্ট বয়ের সঙ্গে লাস্ট বয়ের। ১৮ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে মোহনবাগান শীর্ষে রয়েছে। মহমেডানের ১৭ ম্যাচে ১১ পয়েন্ট। তার সবার শেষে। খেলা শুরু সন্ধ্যা ৭:৩০ থেকে। তার আগে রয়েছে বেঙ্গালুরু-পঞ্জাব ম্যাচ। এই ম্যাচ বিকেল ৫টা থেকে। দু’টি ম্যাচই দেখা যাবে স্পোর্টস ১৮ ও স্টার স্পোর্টস চ্যানেল এবং জিয়ো সিনেমা অ্যাপে।
সিরিজ়ে বাকি একটিই খেলা, কেমন হল চতুর্থ টি২০ ম্যাচে সূর্যদের পারফরম্যান্স, ভারতীয় দলের খবর
গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।
ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ়ে চারটি ম্যাচ শেষ। কলকাতা, চেন্নাই, রাজকোট, পুণের পর শেষ ম্যাচ মুম্বইয়ে। চতুর্থ ম্যাচে কেমন হল সূর্যকুমার যাদবদের পারফরম্যান্স? থাকছে ভারতীয় দলের সব খবর।
ব্যর্থ কোহলি, রঞ্জিতে দিল্লি বনাম রেল ম্যাচের তৃতীয় দিনের খেলা
১৩ বছর পর রঞ্জি ট্রফিতে প্রত্যাবর্তন একেবারেই ভাল হয়নি বিরাট কোহলির। মাত্র ১৫ বল উইকেটে ছিলেন তিনি। ৬ রান করে বোল্ড হন। তাঁর অফ স্টাম্প ছিটকে গিয়েছে। দিল্লি কি এই ধাক্কা কাটিয়ে উঠতে পারবে? আজ দিল্লি বনাম রেলের রঞ্জি ম্যাচের তৃতীয় দিন। খেলা শুরু সকাল ৯:৩০ থেকে। খেলা দেখা যাবে স্পোর্টস ১৮ চ্যানেলে। ইডেনে চলছে বাংলার ম্যাচও। পঞ্জাবের বিরুদ্ধে শুরুর বিপর্যয় কাটিয়ে ঘুরে দাঁড়িয়েছে দল। এই ম্যাচেরও আজ তৃতীয় দিন। খেলা শুরু সকাল ৯:৩০ থেকে।
ইংলিশ প্রিমিয়ার লিগে ছ’টি ম্যাচ, খেলবে লিভারপুল
ইংলিশ প্রিমিয়ার লিগে আজ ছ’টি ম্যাচ। খেলবে শীর্ষে থাকা লিভারপুল। তাদের খেলতে হবে বোর্নমাউথের সঙ্গে। খেলা রাত ৮:৩০ থেকে। একই সময়ে রয়েছে নিউক্যাসল-ফুলহ্যাম, এভার্টন-লিস্টার, ইপসউইচ-সাদাম্পটন ম্যাচ। সন্ধ্যা ৬টায় রয়েছে নটিংহ্যম ফরেস্ট-ব্রাইটন ম্যাচ। সবশেষে উলভস-অ্যাস্টন ভিলা ম্যাচ রাত ১১টা থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও হটস্টার অ্যাপে।
লা লিগায় রয়েছে রিয়াল মাদ্রিদ, অ্যাটলেটিকো মাদ্রিদের খেলা
স্প্যানিশ লিগে আজ পর পর নামছে প্রথম ও দ্বিতীয় স্থানে থাকা দু’টি দল। শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদ খেলবে নীচের দিকে থাকা এসপানিয়লের সঙ্গে। এই ম্যাচ রাত ১:৩০ থেকে। দ্বিতীয় স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে মায়োরকা। খেলা রাত ১১টা থেকে। রিয়াল মাদ্রিদের ২১ ম্যাচে ৪৯ পয়েন্ট। সমান ম্যাচ খেলে অ্যাটলেটিকো রয়েছে ৪ পয়েন্ট পিছনে।
অস্ট্রেলিয়া বনাম শ্রীলঙ্কা টেস্টের চতুর্থ দিনের খেলা
অস্ট্রেলিয়া বনাম শ্রীলঙ্কা টেস্টে আজ চতুর্থ দিনের খেলা। অস্ট্রেলিয়ার ৬৫৪ রানের জবাবে সমস্যায় শ্রীলঙ্কা। তাদের বাঁচাতে পারে বৃষ্টি। আজ খেলা শুরু সকাল ১০টা থেকে। খেলা দেখা যাবে ফ্যানকোড অ্যাপে।