জুটি: এল ক্লাসিকোর অনুশীলনে বার্সার জোড়া ফলা মেসি ও সুয়ারেস।
নিশ্ছিদ্র নিরাপত্তায় ক্যাম্প ন্যু-তে বুধবার মরসুমের প্রথম এল ক্লাসিকো। নিরাপত্তায় কড়াকড়ির কারণ ক্যাটালোনিয়ার ‘স্বাধীনতা সংগ্রাম’ ঘিরে বার্সেলোনার সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা। যে কারণে একবার এই ম্যাচ বাতিলও হয়েছে।
বুধবারের ক্লাসিকোর আগে উত্তেজনা তৈরি হয়েছে, সোশ্যাল নেটওয়ার্কে একটি গোষ্ঠী ম্যাচের দিন স্টেডিয়ামের বাইরে ও ভিতরে প্রতিবাদের প্রচ্ছন্ন হুমকি দেওয়ায়। স্পেন সরকার এই গোষ্ঠীকে ‘অপরাধীদের ডেরা’ হিসেবে মন্তব্য করেছে। ক্যাটালোনিয়ার পুলিশ দফতর অবশ্য সবাইকে আশ্বস্ত করে জানিয়েছে, কোথাও কোনও সমস্যা হবে না। এমনকি করিম বেঞ্জেমাদের নিয়ে রিয়ালের বাস নির্বিঘ্নেই স্টেডিয়ামে প্রবেশ করবে।
এ দিকে, লিয়োনেল মেসি ম্যাচ নিয়ে অনেক কথা বললেন প্রচারমাধ্যমে। যার মূল সুর, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো না থাকলেও রিয়াল মাদ্রিদকে হারানো রীতিমতো কঠিন। বললেন, ‘‘ক্যাম্প ন্যুয়ে দেখেছি, ওরা সবসময় প্রতি-আক্রমণ নির্ভর ফুটবল খেলে। যা ভয়ঙ্কর। কারণ ওদের আক্রমণের ফুটবলারদের গতি খুব বেশি।’’
রিয়াল মাদ্রিদে অবিশ্বাস্য সাফল্যের পরেও এ বার খারাপ শুরুর জন্য যথেচ্ছ সমালোচনা হচ্ছে জ়িনেদিন জ়িদানের। যা নিয়ে মেসির কথা, ‘‘জ়িদানের ব্যাপারটা বিস্ময়কর। তবে আমরা যারা বহুদিন বড় ক্লাবে খেলছি, তারা জানি এটা অস্বাভাবিক নয়। লোকে দ্রুত সব ভুলে যায়। প্রত্যেক দিন চাহিদা পূরণ করতে হয়। জ়িদানও বুঝেছে, তিনটি চ্যাম্পিয়ন্স লিগ ট্রফিও যথেষ্ট নয়। প্রথম দিন থেকে ভক্তেরা যা প্রত্যাশা করেছিল, এখনও সেটাই করে। বড় দলে কোচ ও ফুটবলারদের জীবনে এই চাপ একটা অঙ্গ।’’
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো জুভেন্টাসে যাওয়ায় তাঁর শূন্যস্থান ভরাট করতে ব্যর্থ চেলসি থেকে আসা এডেন অ্যাজ়ার। চোটও তাঁকে ভোগাচ্ছে। গোড়ালির হাড় ভাঙায় ক্লাসিকোয় তাঁর খেলার সম্ভাবনা নেই। তবু মেসি বলছেন, ‘‘অ্যাজ়ার অন্য ঘরানার ফুটবলার। যে কোনও রক্ষণ নড়বড়ে করে দেয়। কিন্তু ক্রিশ্চিয়ানোর জাত আলাদা। দু’জনের মধ্যে তুলনার প্রশ্ন ওঠে না। ক্রিশ্চিয়ানোর বিকল্প পাওয়া কঠিন।’’
ক্লাসিকোর আগে জ়িদান বলেছেন, ‘‘বার্সেলোনায় নানা অস্থিরতা রয়েছে। কঠোর নিরাপত্তায় খেলতে হবে। কিন্তু আমার সব চিন্তা ফুটবল মাঠ ঘিরে।’’ যোগ করেন, ‘‘জানি ওদের মেসি নামে এক ফুটবলার আছে। কিন্তু আমাদেরও নিজস্ব অস্ত্র আছে। ভাল ফুটবল খেলাই লক্ষ্য।’’ জ়িদান উচ্ছ্বসিত রিয়ালে নতুন ফেডে ভালভার্দেকে নিয়ে। ক্লাসিকোয় সম্ভবত প্রথম থেকে ২১ বছরের এই উরুগুয়ান মিডফিল্ডার খেলবেন। জ়িদানের কথা, ‘‘ভালভার্দে আমাদের আবিষ্কার।’’ মজা করে যোগ করেন, ‘‘রিয়াল ক্লাবটাই এ রকম। এখানে সেরা প্রতিভারা আসে।’’ আর এক ভালভার্দে (বার্সা কোচ) বলেন, ‘‘রোনাল্ডো না থাকলেও রিয়ালের শক্তি কমেনি। তা ছাড়া ফেডের মতো নতুন ছেলেকে জ়িদান দারুণ ভাবে তুলে আনছে।’’
আজ লা লিগায় এল ক্লাসিকো: বার্সোলোনা বনাম রিয়াল মাদ্রিদ, রাত ১২.৩০, সরাসরি ফেসবুকে।