Tokyo Olympics

Mirabai Chanu: রুপো জেতার পর ফের ‘পদক জয়’ চানুর, ভাইরাল হল সেই ছবি

ছবিতে দেখা যাচ্ছে একটি ঘরের মেঝেতে বসে আরও দু’জনের সঙ্গে খাচ্ছেন চানু। সদ্য অলিম্পিক্স পদকজয়ীকে এ ভাবে একটি ছোট ঘরে মাটিতে বসে খেতে দেখে স্তম্ভিত সবাই।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৯ জুলাই ২০২১ ১১:৩৩
Share:
চানুর জীবন যাত্রা মুগ্ধ করেছে আপামর ভারতবাসীকে।

চানুর জীবন যাত্রা মুগ্ধ করেছে আপামর ভারতবাসীকে। —ফাইল চিত্র

মীরাবাই চানুকে নিয়ে স্তম্ভিত গোটা দেশ। না, শুধু অলিম্পিক্সে ভারোত্তোলনে দেশকে রুপো এনে দেওয়ার জন্য নয়। চানুর জীবন যাত্রা মুগ্ধ করেছে আপামর ভারতবাসীকে। তাই দেশে ফিরে তাঁর খাওয়ার একটি ছবি নেটমাধ্যমে ভাইরাল হয়ে গেল।

Advertisement

ছবিতে দেখা যাচ্ছে একটি ঘরের মেঝেতে বসে আরও দু’জনের সঙ্গে খাচ্ছেন চানু। সদ্য অলিম্পিক্স পদকজয়ীকে এ ভাবে একটি ছোট ঘরে মাটিতে বসে খেতে দেখে স্তম্ভিত সবাই। এ যেন চানুর দ্বিতীয় পদক জয়।

এই ছবি নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে। একজন লিখেছেন, ‘এবার যোগ্য সম্মান ওঁর পাওয়া উচিত। সরকারের উচিত সবরকম সুযোগ সুবিধে দেওয়া। আগে এরকম বহু বার হয়েছে, অ্যাথলিটরা দেশের হয়ে পদক জিতেছেন, দেশের নাম উজ্জ্বল করেছেন, কিন্তু শেষে কিছুই পাননি।’

Advertisement
এই ছবি নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে।

এই ছবি নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে। ছবি: টুইটার থেকে

নেটমাধ্যমে আর একজনের পোস্ট, ‘কীরকম পরিবেশ থেকে উঠে এসে অলিম্পিক্স পদক জিতেছেন চানু, সেটা এই ছবি থেকেই পরিষ্কার।’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement