India

England tour of India: উত্তেজনায় ফুটছেন রোহিত, ‘দ্বাদশ ব্যক্তিদের’ সঙ্গে সাক্ষাতের অপেক্ষায়

কোভিড বিধি মেনে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজেও স্টেডিয়ামে দর্শকরা উপস্থিত থাকতে পারবেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৮ মে ২০২১ ১৯:২০
Share:
ইংল্যান্ড সফরে দর্শকদের সামনে খেলবে বিরাট বাহিনী। অপেক্ষায় রোহিত শর্মা।

ইংল্যান্ড সফরে দর্শকদের সামনে খেলবে বিরাট বাহিনী। অপেক্ষায় রোহিত শর্মা। ফাইল চিত্র

কবির সুমনের সেই বিখ্যাত গানের লাইনগুলো মনে পড়ে যায়। ‘হঠাৎ রাস্তায় আফিস অঞ্চলে, হারিয়ে যাওয়া মুখ চমকে দিয়ে বলে, বন্ধু কী খবর বল, কত দিন দেখা হয়নি।’ টুইটারে রোহিত শর্মা তেমন ভাবেই লিখলেন, ‘বন্ধুগণ আবার তোমাদের সঙ্গে দেখা হবে। অপেক্ষায় আছি’।

Advertisement

করোনার পরিস্থিতির মধ্যেও আসন্ন ইংল্যান্ড সফরে গ্যালারি ভরে উঠবে। ইসিবি-র তরফ থেকে অনেক দিন আগেই এই বার্তা দেওয়া হয়েছিল। আর তাই ভারতীয় দলের দ্বাদশ ব্যক্তিদের অপেক্ষায় রোহিত। ভারতীয় দল পৃথিবীর যে গোলার্ধেই খেলুক, গ্যালারিতে তেরঙা দেখিয়ে টিম ইন্ডিয়াকে উদ্বুদ্ধ করেন অগণিত সমর্থক। এমন ক্রিকেট পাগলদের ফের কাছ থেকে দেখার অপেক্ষায় রয়েছেন ‘হিট ম্যান’। সেটা টুইটারে তুলে ধরে লিখলেন, ‘বন্ধু তোমাদের সঙ্গে আবার দেখা হবে’।

১৮ জুন থেকে সাদাম্পটনে বিশ্ব টেস্ট ফাইনাল খেলতে নামবে ভারত ও নিউজিল্যান্ড। সেই টেস্ট প্রতিদিন ৪০০০ দর্শক গ্যালারি থেকে বসে দেখতে পারবেন। এমনকি কোভিড বিধি মেনে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজেও স্টেডিয়ামে দর্শকরা উপস্থিত থাকতে পারবেন।

Advertisement

তাই তো রোহিত ও ভারতীয় দল তাদের দ্বাদশ ব্যক্তিদের অপেক্ষায় রয়েছেন। ফলে এই ‘রিইউনিয়ন’ যে জমে উঠবে তেমন আশা তো করাই যায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement