দল বাড়তে পারে আই লিগে

দিল্লি থেকে ফোনে লিগ কমিটির চেয়ারম্যান সুব্রত দত্ত বললেন, ‘‘চার্চিল বলেছে দেশের পশ্চিমাঞ্চল থেকে কোনও দল নেই আই লিগে। সে জন্য তাদের ফেরানো হোক। এটা আমরা ফেলে দিতে পারছি না। তাই আলোচনা চলছে।’’ 

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ অগস্ট ২০১৮ ০৬:২৭
Share:

অবনমনে চলে যাওয়া চার্চিল ব্রাদার্সকে ফেরানো হতে পারে আই লিগে। মঙ্গলবার দিল্লিতে লিগ কমিটির সভার পর ঠিক হয়েছে, গোয়ার পারিবারিক ক্লাবটির আবেদন পাঠানো হবে ফেডারেশনের বিশেষ জরুরি কমিটিতে। কমিটি সিদ্ধান্ত নেবে এ ব্যাপারে।

Advertisement

যা পরিস্থিতি তাতে চার্চিলের আবেদন গ্রাহ্য হলে ইস্টবেঙ্গল, মোহনবাগান, মিনার্ভ পঞ্জাব-সহ দশ দলের লিগ হয়ে যেতে পারে এগারো দলের। ঠিক হয়েছে লিগ শুরু হবে অক্টোবরের শেষে। অর্থাৎ আইএসএল শুরু হওয়ার প্রায় এক মাস পর।

গতবার আই লিগ থেকে নেমে যাওয়া চার্চিল ফিরে আসার জন্য যে আবেদন করেছে তা অভিনব। যে যুক্তি ফেলেও দিতে পারছে না ফেডারেশন কর্তারা। দিল্লি থেকে ফোনে লিগ কমিটির চেয়ারম্যান সুব্রত দত্ত বললেন, ‘‘চার্চিল বলেছে দেশের পশ্চিমাঞ্চল থেকে কোনও দল নেই আই লিগে। সে জন্য তাদের ফেরানো হোক। এটা আমরা ফেলে দিতে পারছি না। তাই আলোচনা চলছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement