Sports News

টেস্ট ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে পূজারা ২, বিরাট ৫

বোলারদের র‌্যাঙ্কিংয়ে আবার দু’নম্বরে উঠে এসেছেন রবীন্দ্র জাডেজা। চারে রবিচন্দ্রন অশ্বিন। বোলিংয়ের শীর্ষে রয়েছেন ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০১৭ ১৭:০৯
Share:

চেতেশ্বর পূজারা ও বিরাট কোহালি। ছবি: এএফপি।

টেস্ট ব্যাটসম্যান তালিকায় বড় উত্থান হল বিরাট কোহালিচেতেশ্বর পূজারার। সদ্য নাগপুরে শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচ একদিন বাকি থাকতেই ইনিংসে জিতে নিয়েছে ভারত। সঙ্গে বিরাটের ডবল সেঞ্চুরি ও পূজারার সেঞ্চুরি। বিরাট আগেই পাঁচে উঠে এসেছিলেন কিন্তু ডবল সেঞ্চুরি করে ৮১৭ থেকে পয়েন্ট পৌঁছে গেল ৮৭৭এ। অন্যদিকে ১৪৩ রানের ইনিংস খেলার পর পূজারার ভাগ্যে এল ২২ পয়েন্ট। যার ফলে চার নম্বর থেকে জায়গা করে নিলেন দু’নম্বরে। শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ। তিনে জো রুট। চারে কেন উইলিয়ামসন। সেরা দশে আর রয়েছেন ভারতের লোকেশ রাহুল (৯)।

Advertisement

আরও পড়ুন

দক্ষিণ আফ্রিকা সফরে দলের থেকে ‘আগ্রাসী ক্রিকেট’ চান বিরাট

Advertisement

ইংল্যান্ডের বিরুদ্ধে স্মিথের ১৪১ রানের অপরাজিত ইনিংস তাঁকে এক নম্বরে রেখে দিল। আইসিসি প্রেস রিলিজ দিয়ে জানিয়েছে, ‘‘স্মিথ পাঁচ পয়েন্ট পেয়ে ৯৪১ পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে।’’ নাগপুর টেস্টে সেঞ্চুরি করা মুরলী বিজয় ও রোহিত শর্মার র‌্যাঙ্কিংয়েও অনেকটাই উন্নতি হয়েছে। আট ধাপ উঠে ২৮ নম্বরে পৌঁছেছেন বিজয়। রোহিত সাত ধাপ উছে ৪৬ নম্বরে।

আরও পড়ুন

এশীয় পিচে চ্যাম্পিয়ন, বিদেশের পরীক্ষা বাকি

বোলারদের র‌্যাঙ্কিংয়ে আবার দু’নম্বরে উঠে এসেছেন রবীন্দ্র জাডেজা। চারে রবিচন্দ্রন অশ্বিন। বোলিংয়ের শীর্ষে রয়েছেন ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন। যদিও ৫ পয়েন্ট হারিয়েছেন তিনি। এর মধ্যে সেরা দশে ফিরে এসেছেন মিচেল স্টার্ক। দ্রুততম ৩০০ উইকেটের মালিক হওয়া স্বত্বেও চার নম্বরেই রয়ে গিয়েছেন। যদিও তাঁর পয়েন্ট তালিকায় যোগ হয়েছে ৯ পয়েন্ট।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement