প্রণয় শিখছেন ‘নিনজা’র কাছে

বিশ্বের ১০ নম্বর প্রণয়ও কাল দুরন্ত ভাবে জিতেছেন কিদম্বি শ্রীকান্তের বিরুদ্ধে। ম্যাচ হেরে হতাশা থাকলেও মুগ্ধতাও রয়েছে প্রণয়ের সতীর্থকে নিয়ে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০১৮ ০৪:৩০
Share:

তারকা: পিবিএলে টানা তিন ম্যাচে জয়ী তাই জু। নিজস্ব চিত্র

সাইনা নেহওয়াল, পি ভি সিন্ধুর বিরুদ্ধে আন্তর্জাতিক টুর্নামেন্টে তাঁর সাফল্য নজর কাড়া। মঙ্গলবার আওয়াধ ওয়ারিয়র্সের সাইনা নেহওয়ালকে প্রিমিয়ার ব্যাডমিন্টন লিগেও হারিয়ে দিয়েছেন। তিনি বিশ্বের এক নম্বর তাই জু ইং। অবশ্য তাই জু জিতলেও টাই জিততে পারেনি আহমেদাবাদ স্ম্যাশ মাস্টার্স। তবু সতীর্থের পারফরম্যান্স দেখে এইচ এস প্রণয়ের মনে হচ্ছে, তাই জু যেন কোনও ‘নিনজা যোদ্ধা’।

Advertisement

বিশ্বের ১০ নম্বর প্রণয়ও কাল দুরন্ত ভাবে জিতেছেন কিদম্বি শ্রীকান্তের বিরুদ্ধে। ম্যাচ হেরে হতাশা থাকলেও মুগ্ধতাও রয়েছে প্রণয়ের সতীর্থকে নিয়ে। তিনি বলেছেন, ‘‘তাই জু-র খেলা দেখে আমার মনে হয় যেন কোনও নিনজা। ও এমন কিছু শট খেলতে পারে যা অনেকে ১০ বছর ধরে প্র্যাকটিস করেও ঠিকঠাক আয়ত্ত করতে পারে না।’’

পিবিএলে মঙ্গলবার টানা ১০ ম্যাচ জিতে নজির গড়া প্রণয় আরও বলেছেন, ‘‘ওর হাতে যেন জাদু আছে। আর ব্যাডমিন্টন খেলাটা সবচেয়ে বেশি উপভোগ করে তাই জু। এই ব্যাপারটাই ওকে আলাদা করে দেয়। আমি খুব খুশি তাই জু-র সঙ্গে একই দলে থাকতে পেরে এবং প্র্যাকটিস ম্যাচে ওর বিরুদ্ধে খেলার সুযোগ পেয়ে।’’

Advertisement

চলতি মরসুমে পাঁচটি সুপার সিরিজ জিতেছেন তাই জু। পিবিএলেও চলতি মরসুমে টানা তিনটি ম্যাচে অপরাজিত আছেন তিনি। প্রণয় মনে করেন কোর্টের মধ্যে হোক বা বাইরে তাই জু-কে দেখে অনেক কিছু শেখা যায়। ‘‘যাই করুক না কেন তাই জু সবসময় আনন্দে থাকে। এটা খুব গুরুত্বপূর্ণ। যা আমার কাছে আছে তাতেই খুশি থাকতে হয়। আমার কাছে কী নেই সেটা নিয়ে অবসর সময়ে ভাবতে থাকা হয়তো ঠিক নয়,’’ বলেন তিনি।

পাশাপাশি তাঁর নিজের ফর্ম নিয়ে প্রণয় বলেন, ‘‘দলের সাফল্যে আমার অবদান রাখতে পারাটা সবচেয়ে জরুরি। দল আমার উপর যে আস্থা রেখেছে তার মর্যাদা দিতেই হবে। আমি খুশি এই আস্থাটা রাখতে পেরে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement