CPL

এই আচরণের জন্য ম্যাচ ফি-র পঞ্চাশ শতাংশ কাটা গেল শামসির, দেখুন ভিডিও

আম্পায়ার উইকেটের আবেদনে সাড়া না দিলে শারীরিক ভাষায় আম্পায়ারের উপর ক্ষোভ উগরে দেন তিনি। এমনকী ক্রিজের উপর দৌড়াতেও দেখা যায় তাঁকে

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০১৭ ১৪:২৮
Share:

তাব্রেজ শামসি। ছবি: সংগৃহীত।

ঔদ্ধত্য প্রকাশ করে আম্পায়ারের সিদ্ধান্তের প্রতিবাদ করায় ম্যাচ ফি-র পঞ্চাশ শতাংশ কাটা গেল দক্ষিণ আফ্রিকান স্পিনার তাব্রেজ শামসির।

Advertisement

আরও পড়ুন: জম্মু-কাশ্মীর ক্রিকেটে ডামাডোল অব্যাহত, আশঙ্কায় ক্রিকেটাররা

আরও পড়ুন: চোট নিয়ে সমস্যা শুরু অস্ট্রেলিয়ার

Advertisement

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের(সিপিএল)ফাইনালে লড়াই চলছিল সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়ট এবং ট্রিবাগো নাইট রাইডার্সের মধ্যে। প্যাট্রিয়ট বোলারদের দাপটে সেই সময় একের পর এক উইকেট হারিয়ে কোণঠাসা নাইটরা। তখন বল হাতে ক্রিজে ভেল্কি দেখাচ্ছেন চায়নাম্যান বোলার তাব্রেজ। সেই সময় শামসির একটি বল নাইট ব্যাটসম্যান জেভন সিয়ারলিসের প্যাডে লাগলে এলবিডাবলিউর জন্য আপিল করেন শামসির। আম্পায়ার উইকেটের আবেদনে সাড়া না দিলে শারীরিক ভাষায় আম্পায়ারের উপর ক্ষোভ উগরে দেন তিনি। এমনকী ক্রিজের উপর দৌড়াতেও দেখা যায় তাঁকে। এই আচরণের জন্য শামসির ম্যাচ ফিএর পঞ্চাশ শতাংশ কাটার সিদ্ধান্ত নেন ম্যাচ কমিশনার। পরে অবশ্য টুইট করে ক্ষমা চেয়ে নিয়েছেন এই প্রোটিয়া চায়নাম্যান। ✌❤

পরে অবশ্য টুইট করে ক্ষমা চেয়ে নিয়েছেন এই প্রোটিয়া চায়নাম্যান।

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের(সিপিএল)ফাইনালে লড়াই চলছিল সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়ট এবং ট্রিবাগো নাইট রাইডার্সের মধ্যে। প্যাট্রিয়ট বোলারদের দাপটে সেই সময় একের পর এক উইকেট হারিয়ে কোণঠাসা নাইটরা। তখন বল হাতে ক্রিজে ভেল্কি দেখাচ্ছেন চায়নাম্যান বোলার তাব্রেজ। সেই সময় শামসির একটি বল নাইট ব্যাটসম্যান জেভন সিয়ারলিসের প্যাডে লাগলে এলবিডাবলিউর জন্য আপিল করেন শামসির। আম্পায়ার উইকেটের আবেদনে সাড়া না দিলে শারীরিক ভাষায় আম্পায়ারের উপর ক্ষোভ উগরে দেন তিনি। এমনকী ক্রিজের উপর দৌড়াতেও দেখা যায় তাঁকে। এই আচরণের জন্য শামসির ম্যাচ ফিএর পঞ্চাশ শতাংশ কাটার সিদ্ধান্ত নেন ম্যাচ কমিশনার। পরে অবশ্য টুইট করে ক্ষমা চেয়ে নিয়েছেন এই প্রোটিয়া চায়নাম্যান।

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের(সিপিএল)ফাইনালে লড়াই চলছিল সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়ট এবং ট্রিবাগো নাইট রাইডার্সের মধ্যে। প্যাট্রিয়ট বোলারদের দাপটে সেই সময় একের পর এক উইকেট হারিয়ে কোণঠাসা নাইটরা। তখন বল হাতে ক্রিজে ভেল্কি দেখাচ্ছেন চায়নাম্যান বোলার তাব্রেজ। সেই সময় শামসির একটি বল নাইট ব্যাটসম্যান জেভন সিয়ারলিসের প্যাডে লাগলে এলবিডাবলিউর জন্য আপিল করেন শামসির। আম্পায়ার উইকেটের আবেদনে সাড়া না দিলে শারীরিক ভাষায় আম্পায়ারের উপর ক্ষোভ উগরে দেন তিনি। এমনকী ক্রিজের উপর দৌড়াতেও দেখা যায় তাঁকে। এই আচরণের জন্য শামসির ম্যাচ ফিএর পঞ্চাশ শতাংশ কাটার সিদ্ধান্ত নেন ম্যাচ কমিশনার। পরে অবশ্য টুইট করে ক্ষমা চেয়ে নিয়েছেন এই প্রোটিয়া চায়নাম্যান। ✌❤

পরে অবশ্য টুইট করে ক্ষমা চেয়ে নিয়েছেন এই প্রোটিয়া চায়নাম্যান।

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের(সিপিএল)ফাইনালে লড়াই চলছিল সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়ট এবং ট্রিবাগো নাইট রাইডার্সের মধ্যে। প্যাট্রিয়ট বোলারদের দাপটে সেই সময় একের পর এক উইকেট হারিয়ে কোণঠাসা নাইটরা। তখন বল হাতে ক্রিজে ভেল্কি দেখাচ্ছেন চায়নাম্যান বোলার তাব্রেজ। সেই সময় শামসির একটি বল নাইট ব্যাটসম্যান জেভন সিয়ারলিসের প্যাডে লাগলে এলবিডাবলিউর জন্য আপিল করেন শামসির। আম্পায়ার উইকেটের আবেদনে সাড়া না দিলে শারীরিক ভাষায় আম্পায়ারের উপর ক্ষোভ উগরে দেন তিনি। এমনকী ক্রিজের উপর দৌড়াতেও দেখা যায় তাঁকে। এই আচরণের জন্য শামসির ম্যাচ ফিএর পঞ্চাশ শতাংশ কাটার সিদ্ধান্ত নেন ম্যাচ কমিশনার। পরে অবশ্য টুইট করে ক্ষমা চেয়ে নিয়েছেন এই প্রোটিয়া চায়নাম্যান। ✌❤

পরে অবশ্য টুইট করে ক্ষমা চেয়ে নিয়েছেন এই প্রোটিয়া চায়নাম্যান।

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের(সিপিএল)ফাইনালে লড়াই চলছিল সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়ট এবং ট্রিবাগো নাইট রাইডার্সের মধ্যে। প্যাট্রিয়ট বোলারদের দাপটে সেই সময় একের পর এক উইকেট হারিয়ে কোণঠাসা নাইটরা। তখন বল হাতে ক্রিজে ভেল্কি দেখাচ্ছেন চায়নাম্যান বোলার তাব্রেজ। সেই সময় শামসির একটি বল নাইট ব্যাটসম্যান জেভন সিয়ারলিসের প্যাডে লাগলে এলবিডাবলিউর জন্য আপিল করেন শামসির। আম্পায়ার উইকেটের আবেদনে সাড়া না দিলে শারীরিক ভাষায় আম্পায়ারের উপর ক্ষোভ উগরে দেন তিনি। এমনকী ক্রিজের উপর দৌড়াতেও দেখা যায় তাঁকে। এই আচরণের জন্য শামসির ম্যাচ ফিএর পঞ্চাশ শতাংশ কাটার সিদ্ধান্ত নেন ম্যাচ কমিশনার। পরে অবশ্য টুইট করে ক্ষমা চেয়ে নিয়েছেন এই প্রোটিয়া চায়নাম্যান। ✌❤

পরে অবশ্য টুইট করে ক্ষমা চেয়ে নিয়েছেন এই প্রোটিয়া চায়নাম্যান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement