এ দিন শহরে ফ্লাইওভার দুর্ঘটনার জেরে বাতিল হয়ে যেতে পারে টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের সাংস্কৃতিক অনুষ্ঠান। ৩ এপ্রিল ইডেনে পুরুষদের ফাইনালের মাঝামাঝি সময়ে হওয়ার কথা ছিল বিশেষ ওই অনুষ্ঠানের। যে অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে ছিলেন বিশিষ্ট তবলা-বাদক বিক্রম ঘোষ।
এমনিতে আইসিসি সূচি অনুযায়ী ১ এপ্রিল মিডিয়া রিসেপশন এবং ২ এপ্রিল ফাইনালিস্ট টিম-সহ বাকিদের নিয়ে একটি ককটেল ডিনারের ব্যবস্থা করা হয়েছিল। ১ এপ্রিলের অনুষ্ঠানে পারফর্ম করার কথা ছিল নামী গায়ক বাবুল সুপ্রিয়র। সেই অনুষ্ঠান বাতিল করে দেওয়া হয়েছে। যা খবর, তাতে ২ এপ্রিলের ককটেল ডিনারও বাতিল হয়ে যাওয়ার পথে। ফাইনালের মাঝামাঝি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করছিলেন অবশ্য সৌরভ গঙ্গোপাধ্যায়। তার জন্য আইসিসির কাছে সাত মিনিট সময়ের আবেদনও করে রেখেছিলেন সিএবি প্রেসিডেন্ট। কিন্তু এ দিনের আকস্মিক দুর্ঘটনার জেরে তা নিয়ে নতুন করে ভাবছে সিএবি। বাংলার ক্রিকেট প্রশাসকেরা এ দিন এটা নিয়ে দীর্ঘ আলোচনা করেন। এখনও পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, কিন্তু অনুষ্ঠান বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। সৌরভ এ দিন সিএবিতে বলে দেন, ‘‘এটা নিয়ে ভাবনাচিন্তা করছি।’’