Cricket

পিছিয়েই গেল টি টোয়েন্টি বিশ্বকাপ, উজ্জ্বল হল আইপিএল-এর সম্ভাবনা

২০২১ সালের অক্টোবর-নভেম্বরে হবে টি টোয়েন্টি বিশ্বকাপ। পরের বছরও একই সময়ে হবে টি টোয়েন্টি বিশ্বকাপ। ২০২৩ সালে ভারতে হবে পঞ্চাশ ওভারের বিশ্বকাপ। 

Advertisement

সংবাদ সংস্থা

দুবাই শেষ আপডেট: ২০ জুলাই ২০২০ ২০:৩৪
Share:

করোনাভাইরাসের জন্য এই বছরের টি টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত করে দিল আইসিসি। ছবি—টুইটার।

পিছিয়েই গেল টি টোয়েন্টি বিশ্বকাপ। সোমবার আইসিসি-র বৈঠকে এই সিদ্ধান্তই নেওয়া হল। তার ফলে সম্ভাবনা অনেকটাই উজ্জ্বল হল আইপিএল-এর।

Advertisement

চলতি বছরের অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় হওয়ার কথা ছিল টি টোয়েন্টি বিশ্বকাপ। কিন্তু করোনাভাইরাসের জন্য উদ্ভুত পরিস্থিতিতে তা শেষ পর্যন্ত পিছিয়েই গেল। আইসিসি যে এরকম একটা সিদ্ধান্ত নিতে চলেছে, সেই ইঙ্গিত আগে থেকেই ছিল। কারণ অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড আগেই জানিয়ে দিয়েছিল, ১৬টি দেশকে নিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করা এক প্রকার অবাস্তব।

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডও আইসিসির এই সিদ্ধান্তের দিকেই তাকিয়েছিল। কারণ টি টোয়েন্টি বিশ্বকাপ না হলে সেই উইন্ডোতে আইপিএল করার কথা ভাবছিল বোর্ড।

Advertisement

আরও পড়ুন: সপ্তম বার গোল্ডেন বুট! নয়া রেকর্ড গড়েও তৃপ্ত নন মেসি

সেই জন্যই বোর্ডও তাকিয়েছিল আইসিসি-র এদিনের বৈঠকএর দিকে। বৈঠকে সিদ্ধান্ত হয়, ২০২১ সালের অক্টোবর-নভেম্বরে হবে টি টোয়েন্টি বিশ্বকাপ। পরের বছরও একই সময়ে হবে টি টোয়েন্টি বিশ্বকাপ। ২০২৩ সালে ভারতে হবে পঞ্চাশ ওভারের বিশ্বকাপ।

পরের দুটো টি টোয়েন্টি বিশ্বকাপ কোথায় হবে তা এখনও পরিষ্কার নয়। তবে আগের সূচি অনুয়ায়ী ২০২১ সালের টি টোয়েন্টি বিশ্বকাপ ভারতেই হওয়ার কথা ছিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement