T20 World Cup 2024

ব্যাট দিয়ে স্যানিটাইজ়ারের পাত্র ভেঙে শাস্তি পেলেন নিউ জ়িল্যান্ডের অলরাউন্ডার, অস্বস্তি বাড়ল কিউয়িদের

ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ম্যাচে অসংযত আচরণ করেন নিউ জ়িল্যান্ডের এক অভিজ্ঞ ক্রিকেটার। তাঁকে শাস্তি দিল আইসিসি। টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায়ের অস্বস্তি আরও বাড়ল উইলিয়ামসনদের।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৫ জুন ২০২৪ ১৯:৪৯
Share:

কেন উইলিয়ামসন। ছবি: আইসিসি।

টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে নিউ জ়িল্যান্ড। পাপুয়া নিউ গিনির বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচ বাকি রয়েছে তাদের। ব্যর্থতার হতাশার মধ্যেই কেন উইলিয়ামসনের দলের এক অভিজ্ঞ ক্রিকেটার ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) রোষের মুখে পড়লেন। প্রতিযোগিতার আচরণ বিধি ভঙ্গের কারণে তিরস্কৃত হতে হল তাঁকে।

Advertisement

ঘটনাটি গত ১৩ জুন ওয়েস্ট ইন্ডিজ়-নিউ জ়িল্যান্ড ম্যাচের। দলের ইনিংসের ১৮তম ওভারে আউট হয়েছিলেন টিম সাউদি। গুরুত্বপূর্ণ সময়ে আউট হয়ে মেজাজ নিয়ন্ত্রণে রাখতে পারেননি। সাজঘরে ফেরার সময় নিজের উপর রাগে ব্যাট দিয়ে ভেঙে ফেলেন হ্যান্ড স্যানিটাইজ়ারের পাত্র। খেলার মাঠে বা সাজঘরে এমন অসংযত আচরণ টি-টোয়েন্টি বিশ্বকাপের আচরণ বিধির পরিপন্থী। সাউদির হ্যান্ড স্যানিটাইজ়ারের পাত্র ভেঙে ফেলার ঘটনা টেলিভিশনেও দেখা গিয়েছিল।

সাউদির বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপের আচরণ বিধির ২.২ ধারা লঙ্ঘনের অভিযোগ ওঠে। এই ধারায় বলা রয়েছে, আন্তর্জাতিক ম্যাচে কোনও ক্রিকেটারের জার্সি বা সরঞ্জাম, মাঠের বা সাজঘরের কোনও জিনিসের ক্ষতি করলে, তা শাস্তিযোগ্য অপরাধ হিসাবে বিবেচিত হবে।

Advertisement

শুনানিতেও ম্যাচ রেফারি ডেভিড বুনের কাছে দোষ স্বীকার করে নেন সাউদি। সব কিছু খতিয়ে দেখে নিউ জ়িল্যান্ডের অভিজ্ঞ অলরাউন্ডারকে সতর্ক করে তিরস্কার করেছেন ম্যাচ রেফারি। একই সঙ্গে তাঁর ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে। এক ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। আগামী ২৪ মাস তাঁর উপর নজর রাখা হবে। এই সময়ের মধ্যে আবার এমন ঘটনা ঘটালে তুলনায় কঠিন শাস্তি পেতে হবে তাঁকে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পর সাউদির মতো অভিজ্ঞ ক্রিকেটারের শাস্তি অস্বস্তির কারণ হতে পারে নিউ জ়িল্যান্ড শিবিরের জন্য। আফগানিস্তানের কাছে গ্রুপের দ্বিতীয় ম্যাচে হেরে যাওয়ায় চাপে পড়ে গিয়েছিল কিউয়িরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement