বাবর আজ়ম। ছবি: পিটিআই।
টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলে বাবর আজ়মদের জন্য থাকবে বিশেষ সম্মান। প্রতিযোগিতা শুরুর দিনই বাবরদের উৎসাহিত করার জন্য এই ঘোষণা করা হয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড বা সে দেশের সরকার নয়, বাবরদের বিশেষ সম্মান দেওয়ার কথা বলেছে সৌদি আরব।
পাকিস্তানে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত নওয়াফ বিন সইদ আহমেদ আল-মালকি পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলের ক্রিকেটারদের জন্য একটি বিশেষ ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, বাবরেরা টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে পারলে আগামী বছর হজের সময় বিশেষ অতিথির মর্যাদা দেওয়া হবে। সৌদি আরবের রাজার অতিথি হিসাবে দলের সকল ক্রিকেটার ২০২৫ সালে হজ করার সুযোগ পাবেন।
সৌদি রাষ্ট্রদূত ৩৯ সেকেন্ডের ভিডিয়োবার্তায় বলেছেন, ‘‘বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে পারলে পাকিস্তানের মানুষ নিশ্চিত ভাবে উৎসব করবেন। পাকিস্তানের সমৃদ্ধি এবং উন্নতির জন্য আমিও প্রার্থনা করছি। টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলে পাকিস্তান দলের সব ক্রিকেটার আগামী বছর হজে রাজ অতিথির মর্যাদা পাবেন।’’ তাঁর এই বার্তা পাকিস্তান ক্রিকেট বোর্ড সমাজমাধ্যমে ক্রিকেটপ্রেমীদের সঙ্গে ভাগ করে নিয়েছে।
এ বারের বিশ্বকাপে পাকিস্তানের প্রথম ম্যাচ ৬ জুন আমেরিকার বিরুদ্ধে। ৯ জুন ভারতের বিরুদ্ধে খেলতে হবে ২০০৯ সালের চ্যাম্পিয়নদের। গ্রুপ ‘এ’-তে পাকিস্তানের অন্য দুই প্রতিপক্ষ কানাডা এবং আয়ারল্যান্ড। ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের রানার্স বাবরেরা।