T20 World Cup 2024

গ্রুপের শেষ ম্যাচে শনিবার কানাডার বিরুদ্ধে রোহিতদের প্রথম একাদশে জোড়া বদল?

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বের আগে দু’জন ক্রিকেটারকে দেখে নিতে চায় ভারতীয় শিবির। তাই কানাডার বিরুদ্ধে প্রথম একাদশ পরিবর্তন করার পরিকল্পনা করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৫ জুন ২০২৪ ০৯:৪৬
Share:

ভারতীয় ক্রিকেট দল। —ফাইল চিত্র।

টি-টোয়েন্টি বিশ্বকাপে শনিবার গ্রুপের শেষ ম্যাচ খেলবেন রোহিত শর্মারা। ফ্লোরিডায় ভারতীয় দলের প্রতিপক্ষ গ্রুপের পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে থাকা কানাডা। আগেই শেষ আটে জায়গা করে নেওয়া ভারতীয় দল কানাডার বিরুদ্ধে প্রথম একাদশে দু’টি বদল করতে পারে। মূলত প্রথম একাদশের বাইরে থাকা ক্রিকেটারদের সুপার এইট পর্বের আগে ম্যাচ খেলার সুযোগ দিতেই পরিবর্তন করা হবে।

Advertisement

কানাডার বিরুদ্ধে ওপেনিং জুটিতে কোনও পরিবর্তন হবে না। রোহিতের সঙ্গে শুরুতে নামবেন বিরাট কোহলি। টি-টোয়েন্টি বিশ্বকাপ ফর্মে নেই কোহলি। সুপার এইটের আগে তাঁর রানে ফেরা জরুরি। তিন নম্বরে নামবেন উইকেটরক্ষক-ব্যাটার ঋষভ পন্থ। ব্যাটিং অর্ডারের চার নম্বরে থাকবেন সূর্যকুমার যাদব। পাঁচ নম্বরে আসবেন সহ-অধিনায়ক হার্দিক পাণ্ড্য। অর্থাৎ ভারতীয় দলের ব্যাটিং অর্ডারের প্রথম পাঁচটি জায়গা অপরিবর্তিত থাকবে কানাডার বিরুদ্ধে।

পরিবর্তন হতে পারে ব্যাটিং অর্ডারের ছ’নম্বরে। আইপিএলে ফর্মে থাকা উইকেটরক্ষক-ব্যাটার সঞ্জু স্যামসনকে খেলানো হবে শিবম দুবের পরিবর্তে। আগের ম্যাচে রান পেলেও কানাডার বিরুদ্ধে বিশ্রাম দেওয়া হবে মুম্বইয়ের অলরাউন্ডারকে। সাত নম্বরে নামবেন রবীন্দ্র জাডেজা। টি-টোয়েন্টি বিশ্বকাপে এখনও তেমন কিছু করতে পারেননি জাডেজা। সুপার এইটে তাঁর ভূমিকাও গুরুত্বপূর্ণ হবে। কানাডার বিরুদ্ধে আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়ার সুযোগ পাবেন তিনি। পরিবর্তন হবে না ব্যাটিং অর্ডারের আট নম্বর জায়গাতেও। খেলবেন অক্ষর পটেল।

Advertisement

ফ্লোরিডার ব্যাটিং সহায়ক উইকেট এবং স্পিনারদের বিরুদ্ধে কানাডার ব্যাটারদের দুর্বলতা মাথায় রাখছে ভারতীয় শিবির। তাই প্রথম একাদশে আসবেন কুলদীপ যাদব। সাদা বলের ক্রিকেটে কোচ রাহুল দ্রাবিড়ের অন্যতম পছন্দের ক্রিকেটার কুলদীপ। তাঁকে খেলানো হবে। তিনি ব্যাট করবেন ন’নম্বরে। পাশাপাশি সুপার এইটের আগে কুলদীপকে ম্যাচ অনুশীলনের সুযোগও দেওয়া যাবে। তিনি দলে আসবেন মহম্মদ সিরাজের জায়গায়। ব্যাটিং অর্ডারের শেষ দু’টি জায়গায় থাকবেন দুই জোরে বোলার যশপ্রীত বুমরা এবং আরশদীপ সিংহ। টি-টোয়েন্টি বিশ্বকাপে দু’জনেই ফর্মে আছেন। নিয়মিত উইকেট নিচ্ছেন। তাই তাঁদের বসিয়ে ছন্দ নষ্ট করতে চান না রোহিত-দ্রাবিড়েরা।

ভারতীয় দল আগেই সুপার এইটে জায়গা নিশ্চিত করে নিয়েছে। প্রয়োজনীয় পরীক্ষা সেরে নেওয়ার সেরা সুযোগ কানাডার বিরুদ্ধে ম্যাচই। তাই শনিবার ফ্লোরিডায় প্রথম একাদশে দু’টি পরিবর্তনের পরিকল্পনা করেছে ভারতীয় দল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement