রঞ্জি ট্রফির ইতিহাসে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন মহারাষ্ট্রের দুই ক্রিকেটার। ওয়াংখেড়ে স্টেডিয়ামে দিল্লির বিপক্ষে খেলতে নেমে স্বপ্নিল গুগালে ও অঙ্কিত বাউনের জুটি তৃতীয় উইকেটে করেছেন অপরাজিত ৫৯৪ রান। তবে এ তথ্য শুধুমাত্র তথ্য। আসলে ঘরোয়া ক্রিকেটের বোধহয় সবচেয়ে গ্ল্যামারাস রেকর্ডটাই শুক্রবার গুঁড়িয়ে দিলেন স্বপ্নিল-অঙ্কিত। ১৯৪৬-’৪৭ মরসুমে বিজয় হাজারে ও গুল মহম্মদের জুটিতে গড়া ৫৭৭ রান শুধুমাত্র রেকর্ড বইয়ের শুকনো পরিসংখ্যান নয়। দেশীয় ক্রিকেটের ইতিহাসে একটি সোনালি অধ্যায়ের অংশ। সত্তর বছর আগে বডোদরা বনাম হোলকার ম্যাচের সেই রেকর্ড ছোটবেলা থেকে শুনে বড় হয়েছেন দেশের হয়ে জাতীয় দলে খেলার স্বপ্ন দেখা বহু ক্রিকেটার। এ দিন সেই রেকর্ডই ভেঙে দিলেন স্বপ্নিল ও অঙ্কিত জুটি।
এ দিনের আগে ১৭টি প্রথম শ্রেণির ম্যাচে স্বপ্নিলের সর্বোচ্চ সংগ্রহ ছিল ১৭৪ রান। আর ৬১টি ম্যাচে অঙ্কিতের কেরিয়ারের সর্বোচ্চ রান ছিল ১৭২। কিন্তু, এ দিন নিজেদের কেরিয়ারের সেরা পারফরম্যান্স করে একের পর এক রেকর্ড ভেঙেছেন এই জুটি। মাত্র ৩০ রানের জন্য তাঁদের সামনে রয়েছেন যে কোনও প্রথম শ্রেণির ক্রিকেটে করা দুই শ্রীলঙ্কান ব্যাটসম্যানের সর্বোচ্চ ৬২৪ রানের রেকর্ড। ২০০৬-এ কলম্বো টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সে রান করেছিলেন মাহেলা জয়বর্ধনে ও কুমার সঙ্গকারা জুটি।
অধিনায়ক হিসেবে জীবনের প্রথম ম্যাচেই বাজিমাত করলেন বছ পঁচিশের স্বপ্নিল গুগালে (অপরাজিত ৩৫২)। অন্য দিকে চার নম্বরে নেমে অঙ্কিতের সংগ্রহ অপরাজিত ২৫৮। এ দিন সকালে যখন ব্যাট করতে নেমেছিলেন স্কোরবোর্ডে ছিল মাত্র ৪১ রানের পুঁজি। কিন্তু, দু’জনের এই কীর্তির পর এ দিন দিনের শেষে মহারাষ্ট্রের রান দাঁড়ায় ৬৩৫-২।
আরও পড়ুন