ছবি: সংগৃহীত।
অজিঙ্ক রাহানের বড় ইনিংসও কাজে এল না। ঘরের মাঠে ১৫২ রানের লক্ষ্যেও পৌঁছতে পারল না রাজস্থান রয়্যালস। রাহানেদের ১১ রানে হারিয়ে লিগ তালিকায় এক নম্বরে উঠে এল সানরাইজার্স হায়দরাবাদ। গত ছ’দিনে টানা তিন ম্যাচ জিতে প্লে-অফের আরও কাছাকাছি চলে এল কেন উইলিয়ামসনের দল।
রবিবার সওয়াই মান সিংহ স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে সাত উইকেটে ১৫১ রান তোলে সানরাইজার্স। শিখর ধওয়ন, মণীশ পাণ্ডেরা ব্যর্থ হলেও দলকে এগিয়ে নিয়ে যান অধিনায়ক উইলিয়ামসন (৪৩ বলে ৬৩) ও ওপেনার আলেক্স হেলস (৩৯ বলে ৪৫)। রাজস্থানের পেসার জোফ্রা আর্চার তিন উইকেট নেন। পাল্টা ব্যাট করতে নেমে রাহানে ৫৩ বলে ৬৫ রান করেন। সঞ্জু স্যামসন ৩০ বলে ৪০। কিন্তু রাজস্থান ১৪০ রানের বেশি তুলতে পারেনি। ভুবনেশ্বর কুমার না থাকা সত্ত্বেও হায়দরাবাদের বোলিং আক্রমণ সামলাতে ব্যর্থ রাজস্থান। যা নিয়ে ম্যাচের পরে উইলিয়ামসন বলেন, ‘‘দল ক্রমশ উন্নতি করছে। এটাই সব চেয়ে বড় ব্যাপার। এই ভাবে এগোতে থাকলে ভাল কিছু নিশ্চয়ই হবে।’’ অন্য দিকে সাতটির মধ্যে চার নম্বর ম্যাচ হেরে হতাশ রাহানে কোনও কথাই বলেননি।
স্কোরকার্ড
সানরাইজার্স হায়দরাবাদ ১৫১-৭ (২০)
রাজস্থান রয়্যালস ১৪০-৬ (২০)
সানরাইজার্স হায়দরাবাদ রান বল
হেলস ক স্যামসন বো গৌতম ৪৫ - ৩৯
শিখর ধওয়ন বো গৌতম ৬ - ৪
উইলিয়ামসন ক বাটলার বো সোধি ৬৩ - ৪৩
মণীশ ক রাহানে বো উনাদকাট ১৬ - ১৫
শাকিব বো আর্চার ৬ - ৬
ইউসুফ ক কুলকার্নি বো আর্চার ২ - ৩
ঋদ্ধিমান সাহা ন.আ. ১১ - ৭
রশিদ খান ক স্টোকস বো আর্চার ১ - ৩
বাসিল থাম্পি ন.আ. ০ - ০
অতিরিক্ত ১
মোট ১৫১-৭ (২০)
পতন: ১৭-১ (ধওয়ন, ২.১), ১০৯-২ (হেলস, ১৩.৩), ১১৬-৩ (উইলিয়ামসন, ১৪.৫), ১৩৩-৪ (শাকিব, ১৭.১), ১৩৭-৫ (পাঠান, ১৭.৬), ১৪৩-৬ (মণীশ, ১৮.৬), ১৫০-৭ (রশিদ, ১৯.৫)।
বোলিং: কৃষ্ণাপ্পা গৌতম ৪-০-১৮-২, ধবল কুলকার্নি ২-০-২০-০, জোফ্রা আর্চার ৪-০-২৬-৩, জয়দেব উনাদকাট ৩-০-৩৩-১, ইশ সোধি ৩-০-২৫-১, বেন স্টোকস ৩-০-২০-০, মাহিপাল লোমরোর ১-০-৮-০।
রাজস্থান রয়্যালস রান বল
অজিঙ্ক রাহানে ন.আ. ৬৫ - ৫৩
রাহুল ত্রিপাঠী বো সন্দীপ ৪ - ৫
সঞ্জু স্যামসন ক হেলস বো কল ৪০ - ৩০
বেন স্টোকস বো ইউসুফ ০ - ৩
জস বাটলার ক ধওয়ন বো রশিদ ১০ - ১১
মাহিপাল ক ঋদ্ধি বো কল ১১ - ১২
গৌতম ক ধওয়ন বো থাম্পি ৮ - ৫
জোফ্রা আর্চার ন.আ. ১ - ১
অতিরিক্ত ১
মোট ১৪০-৬ (২০)
পতন: ১৩-১ (ত্রিপাঠী, ২.২), ৭২-২ (স্যামসন, ৯.৪), ৭৩-৩ (স্টোকস, ১০.২), ৯৬-৪ (বাটলার, ১৩.৬), ১২৮-৫ (লোমরোর, ১৮.৩), ১৩৯-৬ (গোতম, ১৯.৫)।
বোলিং: সন্দীপ শর্মা ৪-০-১৫-১, শাকিব-আল-হাসান ৪-০-৩০-০, বাসিল থাম্পি ২-০-২৬-১, সিদ্ধার্থ কল ৪-০-২৩-২, রশিদ খান ৪-০-৩১-১, ইউসুফ পাঠান ২-০-১৪-১।
১১ রানে জয়ী হায়দরাবাদ
ম্যাচের সেরা কেন উইলিয়ামসন