Sunil Gavaskar

কার্তিক ও উমেশকে আজ দলের বাইরে দেখতে চান গাওস্কর

বিশাখাপত্তনমে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে তিনজন উইকেটকিপার নিয়ে ভারতের নামা উচিত হয়নি বলে মনে করছেন কিংবদন্তি ওপেনার। তাঁর মতে, তিনজন কিপার খেলানোর ফলেই আউটফিল্ডে ক্ষিপ্র থাকা যায়নি। বাড়তি রান গলেছে ফিল্ডিংয়ে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০১৯ ১২:২২
Share:

লোকেশ রাহুলের ফর্মে ফেরা স্বস্তি দিচ্ছে সুনীল গাওস্করকে। ছবি টুইটারের সৌজন্যে।

আজ বেঙ্গালুরুতে অ্যারন ফিঞ্চের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে সমতা ফেরানোর লক্ষ্যে ভারতের প্রথম এগারোয় দুটো পরিবর্তন চাইছেন সুনীল গাওস্কর। দীনেশ কার্তিক ও উমেশ যাদবকে বাদ দেওয়ার পক্ষে সওয়াল করেছেন তিনি।

Advertisement

বিশাখাপত্তনমে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে তিনজন উইকেটকিপার নিয়ে ভারতের নামা উচিত হয়নি বলে মনে করছেন কিংবদন্তি ওপেনার। তাঁর মতে, তিনজন কিপার খেলানোর ফলেই আউটফিল্ডে ক্ষিপ্র থাকা যায়নি। বাড়তি রান গলেছে ফিল্ডিংয়ে। কম রানের ম্যাচে যা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বলে জানিয়েছেন প্রাক্তন অধিনায়ক।

দীনেশ কার্তিককে বাদ দেওয়ার যুক্তি হিসেবে নিজের কলামে গাওস্কর লিখেছেন, “তিনজন উইকেটকিপারের মধ্যে একজন বাদ দিতে হবে। আউটফিল্ডে দু’জন উইকেটকিপার থাকায় অস্ট্রেলিয়া সহজেই বাড়তি রান পেয়ে গিয়েছে। আর নিউজিল্যান্ডে শেষ টি-২০ ম্যাচের পর কার্তিকের মধ্যে আত্মবিশ্বাসের অভাব রয়েছে। শিখর ধওয়নকে খেলানোও জরুরি। সেক্ষেত্রে লোকেশ রাহুল নামুক চার নম্বরে।”

Advertisement

ভারত-অস্ট্রেলিয়া টি-২০ সিরিজ নিয়ে খেলুন কুইজ

আরও পড়ুন: চিন্নাস্বামীর পয়া মাঠে কি আজ সমালোচকদের জবাব দেবেন ধোনি?

আরও পড়ুন: টি-টোয়েন্টিতে আরও এক রেকর্ডের সামনে রোহিত

সময়মতো লোকেশ রাহুল ছন্দে ফিরেছেন বলেও জানিয়েছেন তিনি। প্রথম টি-টোয়েন্টিতে ৩৬ বলে ৫০ করেন রাহুল। গাওস্কর বলেছেন, “রাহুলের ফর্মে ফেরাই ভারতের প্লাস পয়েন্ট। চাপের মুখে মার্কান্ডেও দারুণ টেম্পারামেন্ট দেখিয়েছে।” দীর্ঘদিন পর দলে ফিরে এটাই ছিল রাহুলের প্রথম ইনিংস।

চিন্নাস্বামীতে ভারতীয় বোলিং লাইন আপে উমেশ যাদবকে দেখতে চান না গাওস্কর। তাঁর মতে, “দীর্ঘদিন খেলার পরও সাদা বলে নিজেকে প্রমাণ করতে পারেনি উমেশ। তাই ভারতের উচিত ওর বদলি হিসেবে কাউকে খেলানো।” অধিনায়ক বিরাট কোহালি কি উমেশের উপর ফের আস্থা রাখবেন, নাকি সিদ্ধার্থ কৌলকে খেলাবেন, এখন সেটাই দেখার।

(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল, টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি। ক্রিকেট খেলার সব আপডেট আমাদের খেলা বিভাগে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement